ট্রাফিক আইন মেনে চলতে চট্টগ্রামে প্রচারণা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
ট্রাফিক আইন মেনে চলতে যানবাহনের যাত্রী, চালক, হেলপার, পথচারী ও জনসাধারণকে সচেতন করতে প্রচারণা চালিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ট্রাফিক পশ্চিম বিভাগ। রোববার নগরের বড়পুল মোড়ে সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মেদ পেয়ারের ও এসি-ট্রাফিক ফাউজুল কবীর মঈন নেতৃত্বে এই জনসচেতনতামূলক কার্যক্রম চালানো হয়। এ সময় নগরের চলাচল করা অবৈধ গ্রাম সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারি রিকশা ও ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধেও অভিযান পরিচালিত হয়। অভিযানে সড়কে অবৈধভাবে চলাচলরত তিনটি ব্যাটারি রিকশাকে আটকপূর্বক ডাম্পিংয়ে প্রেরণ, ২টি গ্রাম সিএনজি এবং অন্যান্য দুটি গাড়িতে মামলা প্রদান করা হয়। সিএমপি'র ট্রাফিক-পশ্চিম বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আহম্মেদ পেয়ার যায়যায়দিনকে জানান, চট্টগ্রাম নগরে যানজট সহনীয় পর্যায়ে রাখতে ও নির্বিঘ্নে যান চলাচল নিশ্চিত করতে হলে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। এর অংশ হিসেবে বিভিন্ন যানবাহনের যাত্রী, চালক এবং পথচারীর দায়িত্ব্ব-কর্তব্য সংক্রান্ত প্রচারণা কার্যক্রম করেছে ট্রাফিক পশ্চিম বিভাগ। এছাড়া সড়কে চলাচলকারী ফিটনেসবিহীন গাড়ি, অবৈধ ব্যাটারি রিকশা ও গ্রাম সিএনজি অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।