রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

জনবল সংকটে পার্বতীপুরের দুটি রেলওয়ে স্টেশন বন্ধ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
জনবল সংকটে পার্বতীপুরের দুটি রেলওয়ে স্টেশন বন্ধ

জনবল সংকটের কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দিনাজপুর জেলার পার্বতীপুরের দুটি রেলওয়ে স্টেশন। স্টেশন দুটি হলো- ভবানীপুর ও বেলাইচন্ডী।

রেলওয়ে জংশনখ্যাত পার্বতীপুর উপজেলায় একটি রেলওয়ে জংশনসহ মোট পাঁচটি রেলওয়ে স্টেশন রয়েছে। এর মধ্যে পার্বতীপুর জংশন স্টেশন, খোলাহাটি স্টেশন ও মন্মথপুর স্টেশন চালু থাকলেও ভবানীপুর স্টেশন এবং বেলাইচন্ডী স্টেশন দুটি দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় এই এলাকার মানুষ সহজলভ্য ট্রেন চলাচল থেকে বঞ্চিত হচ্ছে। রেলপথে যাতায়াতের সুবিধার্থে স্টেশন দুটি চালুর দাবি জানিয়েছেন এলাকাবাসী। এ দিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন জনবল সংকটের কারণে স্টেশন দুটি চালু করা সম্ভব হচ্ছে না।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে রেলওয়ে পাকশী বিভাগের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) শাহ সূফি নুর মোহাম্মদ বলেন, পার্বতীপুরের ভবানীপুর ও বেলাইচন্ডী রেলওয়ে স্টেশন দুটি বন্ধ রয়েছে। মূলত জনবল সংকটের কারণেই স্টেশন দুটি চালু করা সম্ভব হচ্ছে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে