রোববার, ১৭ নভেম্বর ২০২৪, ২ অগ্রহায়ণ ১৪৩১

'দেশ সংস্কারে সচেতন শিক্ষকদের ভূমিকা অপরিসীম'

চট্টগ্রাম বু্যরো
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
'দেশ সংস্কারে সচেতন শিক্ষকদের ভূমিকা অপরিসীম'

বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরের আমির সাবেক শাহজাহান চৌধুরী বলেছেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। সচেতন শিক্ষক সমাজ যদি তাদের যথাযথ ভূমিকা পালনে ব্যর্থ হয় তাহলে জাতি হিসেবে আমরা ব্যর্থতায় পর্যবষিত হব। দেশ সংস্কারে সচেতন শিক্ষকদের ভূমিকা অপরিসীম।

রোববার চট্টগ্রাম নগরের ১৭ নম্বর ওয়ার্ড পশ্চিম বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের উদ্যোগে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র ও গণ-আন্দোলনে নিহত শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও শিক্ষক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিগত ১৫টি বছর শিক্ষার নামে কুশিক্ষা চাপিয়ে দিয়ে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে একটি সেবাদাস গোষ্ঠীতে পরিণত করতে চেয়েছিল। কোটার নামে মেধার পরিবর্তে শেখ মুজিব পরিবার ও আওয়ামী প্রজন্মকে দেশের মালিক বানানোর যে নীল নকশা এঁকেছিলেন এদেশের ছাত্রসমাজ তা রুখে দিয়েছে।

১৭নং বাকলিয়া সচেতন শিক্ষক সমাজের আহ্বায়ক অধ্যক্ষ তফাজ্জল হোসাইনের সভাপতিত্বে ও ওহিদুল কাদের চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, ডা. এ কে এম ফজলুল হক, আদর্শ শিক্ষক পরিষদ চট্টগ্রামের সভাপতি প্রফেসর নুরুন্নবী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে