নাগেশ্বরীতে যুবদলের স্বপদে বহাল আহবায়ক ও সদস্য সচিব

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সদ্য বহিষ্কৃত উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল রেখেছেন কেন্দ্রীয় কমিটি। শনিবার যুবদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত একটি চিঠি তাদের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টের মাধ্যমে এ তথ্য জানানো হয়। জানা যায়, নাগেশ্বরী উপজেলা যুবদলের আহ্বায়ক নুরজামাল হক ও সদস্য সচিব আতিকুর রহমান লেবুর বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর রাত ১০টার দিকে কলেজ মোড়ে বৈষম্যবিরোধী এক সমন্বয়ককে মারধরের অভিযোগ ওঠে। পরে ৬ সেপ্টেম্বর সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে তাদের দু'জনকে বহিষ্কার করেন কেন্দ্রীয় কমিটি। পরে বিষয়টি যাচাই-বাছাই করে সত্যতা না পেয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে আবারও তাদের দু'জনকে স্বপদে বহাল রাখার একটি চিঠি কেন্দ্রীয় যুবদলের অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেন।