স্বৈরাচার সরকারের দোসর এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বাধাদানকারী দুর্নীতিবাজদের বিচারের দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে 'নিপীড়ন বিরোধী কর্মকর্তা ও কর্মচারী' ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী পরিষদের সাধারণ সম্পাদক ইউনুচ সিকদারের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান বক্তা ছিলেন ডেপুটি রেজিস্ট্রার আমিনুল ইসলাম টিটু।
এছাড়াও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক, বিশ্ববিদ্যালয়ের পরিবহণ শাখার কর্মচারী মোশাররফ হোসেন হাওলাদার ও আবু মুসা। মানববন্ধনে পবিপ্রবি'র প্রায় শতাধিক কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম তুলে ধরেন। বক্তারা ২০১৫-১৬ শিক্ষা বর্ষে প্রশ্ন ফাঁস, একদিনে অনার্স-মাস্টার্সের ভুয়া সার্টিফিকেট দিয়ে চাকরি, ছাত্রদের আন্দোলনে ৫ হাজার লোক হত্যা করতে উসকানি, সাম্যের গান গেয়ে হেকেফ প্রকল্পের অর্থ লোপাট, জুনিয়র নারী কর্মকর্তাকে যৌন হয়রানিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনিয়মের কথা উলেস্নখ করেন। তাছাড়া তারা দুর্নীতি ও অর্থ প্রদানের মাধ্যমে চাকরিজীবীদের বিচারের আওতায় আনার দাবি জানান।