ভোলায় মাদকমুক্ত গ্রামের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। এদিকে নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, ভোলা জানান, ভোলায় মাদক মুক্ত গ্রামের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশগ্রহণ করেন। রোববার দুপুরে ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়নের মুন্সিচর গ্রামে এই মানববন্ধন পালিত হয়।
স্থানীয় বাসিন্দা জানান, গত কয়েক বছর ধরে এই এলাকায় মাদকের সরবারাহ ও মাদকসেবীর সংখ্যা বেড়ে গেছে। আর মাদকের সঙ্গে জড়িয়ে পরেছেন কিশোর থেকে শুরু করে যুবকসহ বিভিন্ন বয়সি মানুষ। ভোলারশহর থেকে মুন্সিরচর গ্রামে যাতায়াত ব্যবস্থা তেমন ভালোনা হওয়ায় পুলিশ প্রশাসনেরও তেমন যাতায়াত ছিল না। কিন্তু গত ৫ আগস্টের পর কিছু মাদক ব্যবসায়ী পালিয়ে গেলেও এখন রয়েছেন কয়েকজন। তাই মুন্সিরচর গ্রামকে মাদক মুক্ত রাখার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তারা।
এ সময় বক্তব্য রাখেন মাইনুল ইসলাম, জয়নাল আবেদীন, আনোয়ার হোসেন, লিটন, হিরণ প্রমুখ।
পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি জানান, 'আমার সোনার বাংলায় মাদক ব্যবসায়ীর ঠাঁই নাই' এই সেস্নাগানকে সামনে রেখে বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ পত্নীতলা উপজেলা শাখার আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মাদক মুক্ত দেশ গঠনের লক্ষ্যে রোববার বেলা ১১টায় উপজেলা সদর নজিপুর বাসস্ট্যান্ড গোলচত্বর এলাকায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ নওগাঁ জেলা শাখার সভাপতি আলেফ সানি, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাদির জুহী আল সাফীসহ বাংলাদেশ ছাত্র ও যুব অধিকার পরিষদ নওগাঁ জেলা ও পত্নীতলা উপজেলা শাখার অন্যান্য নেতা প্রমুখ।
বক্তারা এ সময় মাদকের বিরুদ্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষদের সচেতন হবার আহ্বান জানান।