কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। অন্যদিকে, টাঙ্গাইলের ঘাটাইলে পৃথক স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার ও ময়মনসিংহের ভৈরবে ট্রেনের ধাক্কায় সেতু থেকে পড়ে দুজন নিহত হয়। এ ছাড়া বগুড়ার সোনাতলা, ভোলার মনপুরা, নাটোরের গুরুদাসপুর নেত্রকোনার দুর্গাপুর ও রাঙামাটির নানিয়ারচর থেকে আরও ৫ জনের লাশ উদ্ধার করা হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত-
নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে চোর সন্দেহে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। গত শনিবার রাত ১২টায় নাগেশ্বরী পৌরসভার বাগডাঙ্গা ফকিরটারি এলাকায় ঘটনাটি ঘটে। নিহত ব্যক্তির নাম আব্দুল জলিল (৭৫)। পৌরসভার বলস্নভপুর ভাসানীর বাজারের আলী মুন্সীর ছেলে। স্থানীয়রা জানায়, আব্দুল জলিল এক সময় নামকরা পেশাদার চোর ছিলেন। বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় চুরি ছেড়ে দিয়ে কবিরাজি করতেন। শনিবার রাতে ফকিরটারি এলাকায় কবিরাজি করতে গেলে ফাঁকা জায়গায় পেয়ে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধর শুরু করে কয়েকজন। এ সময় ধারাল অস্ত্র দিয়ে তাকে খুঁচিয়ে হত্যা করা হয়। পরে সংশ্লিষ্ট ১নং ওয়ার্ডের কাউন্সিলর আশরাফুল আলম ইসরাইল থানায় জানালে পুলিশ গিয়ে তাকে হাসপাতালে নিতে বলে। স্থানীয়রা তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল ও ঘাটাইল প্রতিনিধি জানান, টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া, কাশতলা ভিটিবাড়ী এবং উপজেলা সদর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুর ও সকালে উদ্ধার হওয়া মরদেহ তিনটির মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হচ্ছেন- ঘাটাইল উপজেলার কাশতলা ভিটিবাড়ি থেকে উদ্ধার হওয়া কাশতালা গ্রামের সাজ্জাদ হোসেন ইমন এবং উপজেলা সদর থেকে উদ্ধার হওয়া চান্দুসি গ্রামের শ্রমিক জুলহাস উদ্দিন। পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে ঘাটাইল উপজেলার বানিয়াপাড়া নামকস্থানে রাস্তার পাশে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় কাটা-ছেঁড়ার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, সড়ক দুর্ঘটনায় বৃদ্ধের মৃতু্য হয়েছে। তার পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, কাশতলা ভিটিবাড়ী গ্রামের একটি পুকুরের কচুরিপানার নিচ থেকে সাজ্জাদ হোসেন ইমন নামে এক যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে।
অন্যদিকে, এদিন দুপুর ১টায় উপজেলা সদরের সাবেক এক সেনাসদস্যের বাসায় সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় জুলহাস উদ্দিন নামে এক শ্রমিকের মৃতু্য হয়।
ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সজল খান জানান, মরদেহ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত রিপোর্ট হাতে পেলে কিভাবে তাদের মৃতু্য হয়েছে- তা জানা যাবে।
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের ভৈরবে ট্রেনের ধাক্কায় ২৯নং রেলওয়ে সেতু থেকে পড়ে দুজন নিহত হয়েছে। রোববার সকালে শহরের ভৈরবপুর এলাকার ২৭নং সেতুতে ঘটনাটি ঘটে। নিহতদের মধ্য অজ্ঞাত একজন পুরুষ (৩৫) ও একজন মহিলা (৩২)। দু'জনের পরিচয় মেলেনি। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৮টায় সোনারবাংলা আন্তঃনগর এক্সপ্রেস ট্রেনটি ভৈরবপুর এলাকার ২৯নং রেলওয়ে সেতুটি অতিক্রম করার সময় দুজনকে ধাক্কা দিলে তারা সেতুর নিচে পড়ে গুরুতর আহত হন। ঘটনার সময় তারা দুজন সেতুর রেললাইন দিয়ে হাঁটছিলেন। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসকর্মীরা দুজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে পুরুষটিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং গুরুতর আহত মহিলাটি চিকিৎসারত অবস্থায় মারা যান।
সোনাতলা (বগুড়া) প্রতিনিধি জানান, বগুড়ার সোনাতলা উপজেলার সৈয়দ আহম্মদ কলেজ বটতলা এলাকায় পরকীয়ার জের ধরে দুলাল হোসেন (৩৮) নামে এক ব্যবসায়ী দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন। নিহত দুলাল গাবতলী উপজেলার সুখানপুকুর ইউনিয়নের উত্তর নয়াপাড়া গ্রামের ছাকাওয়াত হোসেন সাফাতের ছেলে। ঘটনাটি ঘটেছে গত ৭ সেপ্টেম্বর রাত বটতলা ফাতেমা ক্লিনিকের সামনে।
জানা গেছে, দুলাল বটতলায় অবস্থিত মুদি দোকান থেকে গ্রামে ফেরার পথে ফাতেমা ক্লিনিকের সামনে ওঁৎ পেতে থাকা দুবর্ৃত্তের একজন হাঁসুয়া দিয়ে পেছন থেকে আঘাত করে। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে প্রথমে গাবতলী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মনপুরা (ভোলা) প্রতিনিধি জানান, ভোলার মনপুরার মেঘনা নদী থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার ১নং মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক সংলগ্ন পূর্ব পাশের মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। মরদেহটি অর্ধগলিত হওয়ায় পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ৪ দিন আগে নিখোঁজ হওয়া বোরহানউদ্দিন উপজেলার এক জেলের লাশ বলে ধারণা করছেন তার পরিবার ও স্থানীয়রা। মনপুরা থানার ওসি (তদন্ত) তারিক হাসান জানান, লাশটি উদ্ধার করে নৌপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ভোলায় মর্গে পাঠানো হবে।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে জয়নব বেগম (৩০) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিয়াঘাট ইউনিয়নের হরদোমা গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে নাটোর মর্গে পাঠায়। জয়নব বেগম পার্শ্ববর্তী সিংড়া উপজেলার মহিষমারী গ্রামের জয়নাল শেখের মেয়ে। এ ঘটনায় নিহতের বাবা জয়নাল বাদী হয়ে গুরুদাসপুর থানায় ৫ জনের নামে হত্যা মামলা করেন। নিহত গৃহবধূর স্বামী সাদ্দাম হোসেন, দেবর, শ্বশুর, শাশুড়িসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
জানা যায়, প্রায় ১০ বছর আগে হরদোমা গ্রামের মো. আজাদের ছেলে সাদ্দামের সঙ্গে জয়নব বেগমের বিয়ে হয়। শনিবার সন্ধ্যায় স্বামী সাদ্দামের সঙ্গে জয়নবের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্বামীর ধাক্কায় মাটিতে পড়ে ঘটনাস্থলেই তার মৃতু্য হয়। এরপর শ্বশুরবাড়ীর লোকজন মরদেহ রেখে বাড়িতে থাকা টাকা, গরু-ছাগল নিয়ে পালিয়ে যায়। বিকালে প্রতিবেশীরা জয়নবের মরদেহ মাটিতে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি জানান, চাঁদপুরের ফরিদগঞ্জে মানিক মিজি (৩০) নামে এক গ্যারেজ মিস্ত্রির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার উপজেলার গুপ্টি পশ্চিম ইউনিয়নের আদশা গ্রামের মিজি বাড়ি থেকে মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠানো হয়। মানিক ওই বাড়ির আনোয়ার হোসেনের ছেলে।
জানা গেছে, মানিক ঢাকায় গাড়ির গ্যারেজে মিস্ত্রি হিসেবে কাজ করতেন। শনিবার পরিবারের কাউকে কিছু না জানিয়ে বাড়িতে আসেন। রোববার বাড়ির পাশে একটি পাঞ্জেখানা মসজিদের ভেতরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচানো ফাঁস নেওয়া ও ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পায় স্থানীয়রা। পরে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার দুর্গাপুরে সোমেশ্বরী নদী থেকে আরশাদা আরা খাতুন (৬৮) নামে এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উপজেলার চন্ডিগড় ইউনিয়নের বনগ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। নিহত বৃদ্ধা উপজেলার বাকলজোড়া ইউনিয়নের রামনগর গ্রামের মৃত চাঁন মিয়ার স্ত্রী।
জানা যায়, মানসিক ভারসাম্যহীন ছিলেন আরশাদা আরা খাতুন। কুমদগঞ্জ বাজারে ঘুরে বেড়াতেন। রোববার সকালে বনগ্রাম এলাকার সোমেশ্বরী নদীতে বৃদ্ধার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। পরে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে।
নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি জানান, রোববার সকালে রাঙামাটি নানিয়ারচরের ইসলামপুর এলাকায় আয়সা আক্তার (২১) নামে এক প্রতিবন্ধী যুবতীর লাশ কাপ্তাই লেকের নানাক্রম খালের পানি থেকে উদ্ধার করা হয়েছে। তিনি ওই এলাকার হাশেম গ্রম্নপের মৃত আশ্রাফ আলীর মেয়ে।
নানিয়ারচর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, বাড়িসংলগ্ন কাপ্তাই হৃদের নানাক্রম খালে গোসল করতে গিয়ে নিখোঁজ হন তিনি। পরে লেকের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তার লাশ উদ্ধার করা হয়।