শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

স্বদেশ ডেস্ক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নীলফামারীতে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষের্ যালি -যাযাদি

'বহুভাষায় শিক্ষার প্রসার : পারস্পরিক সমঝোতা ও শান্তির জন্য সাক্ষরতা' প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন জেলায়র্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

স্টাফ রিপোর্টার, পিরোজপুর জানান, পিরোজপুরে জেলা সার্কিট হাউস চত্বর থেকে একটির্ যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।র্ যালি শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক খানজাদা শাহরিয়ার বিন মান্নান। আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি অফিসের কর্মকর্তারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নীলফামারী জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আব্দুল করিম।

উপানুষ্ঠানিক শিক্ষা বু্যরো নীলফামারীর সহকারী পরিচালক জহুরুল ইসলামের সভাপতিত্বে সভায় জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাফিজুর রহমান, নীলফামারী থানার পরিদর্শক আবু সাঈদ, ব্র্যাকের জেলা সমন্বয়কারী আকতারুল আলম, গণ উন্নয়ন কেন্দ্রের জেলা ব্যবস্থাপক আব্দুর রাজ্জাক, জেলা প্রোগ্রাম ম্যানেজার মমতাজুল ইসলাম, নীলফামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক ভুষন চক্রবর্তী, গোড়গ্রাম উপানুষ্ঠানিক শিক্ষা কেন্দ্রের শিক্ষক জবা রায় বক্তব্য দেন।

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর ধামইরহাটে ডাসকো ফাউন্ডেশনের আয়োজনে দিবসটি পালিত হয়েছে। উপজেলার ধামইরহাট ইউনিয়ন পরিষদে ইউপি চেয়ারম্যান এটিএম বদিউল আলমের নেতৃত্বের্ যালি শেষে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ মালেক, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, ডাসকোর ধামইরহাট ইউনিটের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসা. আরিফা প্রমুখ।

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালীগঞ্জে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য একটির্ যালি বের করা হয়।র্ যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ইউএনও এস.এম ইমাম রাজী টুলু।

উপজেলা শিক্ষা কর্মকর্তা নুরুন্নাহারের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী বেলাল হোসেন সরকার, সমাজসেবা কর্মকর্তা শাহাদৎ হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবুজ হাওলাদার, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহানাজ আক্তার, পরিসংখ্যান কর্মকর্তা আরিফা খাতুন, যুব উন্নয়ন কর্মকর্তা জহির উদ্দিন, উপসহকারী প্রকৌশলী বহ্নি শিখা, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুহিদ হাসান প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

পোরশা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর পোরশায় বেসরকারি সংস্থা ডাসকোর আয়োজনে দিবসটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।র্ যালি শেষে প্রাথমিক শিক্ষা মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রাথমিক শিক্ষা অফিসার একেএম ওলিউল ইসলাম, ইউএনও'র কার্যালয়ের এএও আনোয়ার হোসেন, আইসিটি কর্মকর্তা সাকিফ ইসলাম, প্রধান শিক্ষক ইসমত আরা, উচ্চমান সহকারী বুলবুল আহম্মেদ, ডাককোর কর্মকর্তা ভানু রানীসহ ডাসকোর সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে