ব্রাহ্মণবাড়িয়ায় কলেজ অধ্যক্ষের পদত্যাগ প্রত্যাহারের দাবি
প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার রামরাইল ইউনিয়নের আব্দুল মোনেম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ হোসনে আরা বেগমকে জোরপূর্বক কথিত পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে শিক্ষার্থীরা।
রোববার বিকালে শিক্ষার্থীরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে অধ্যক্ষের কথিত পদত্যাগপত্র প্রত্যাহার চেয়ে একটি স্মারকলিপি প্রদান করেন। এর আগে শিক্ষার্থীরা বিক্ষোভ-মিছিল করে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসের সামনে জড়ো হন।
এ সময় শিক্ষার্থীরা জানান, ১৯ আগস্ট কলেজের কয়েকজন শিক্ষার্থী বহিরাগত ছেলেমেয়েকে নিয়ে কলেজে প্রবেশ করে অধ্যক্ষকে প্রাণনাশের হুমকি দিয়ে তাদের লেখা একটি কাগজে স্বাক্ষর করতে অধ্যক্ষকে বাধ্য করেন। যা অধ্যক্ষের পদত্যাগপত্র বলে তারা দাবি করেন। শিক্ষার্থীরা জানান, 'এই পদত্যাগ আমরা মানি না, আমরা অধ্যক্ষকে সপদে বহাল চাই।'
এ ব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ বলেন, কলেজ অধ্যক্ষকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছেন। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।