পূজামন্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হস্তে দমন করব :ধর্ম উপদেষ্টা

প্রকাশ | ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর গোদাগাড়ীতে মন্দির পরিদর্শন ও হতদরিদ্রদের খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন -যাযাদি
অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, 'কেউ যদি উপাসনালয়ে, পূজা মন্ডপে কোনোরকম বিশৃঙ্খলা সৃষ্টি করে, বাধা প্রদান করে আমরা তাদের কঠোর হস্তে দমন করব। কাউকে ছাড় দেব না।' রোববার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার শ্রী শ্রী গৌরাঙ্গ বাড়ি মন্দির পরিদর্শন ও হতদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, 'আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে মিটিং করব। সেখানে আমরা ডিআইজি জেলা প্রশাসককে নির্দেশনা দেব। কেউ যদি বিশৃঙ্খলার সৃষ্টি করে, সে যেই হোক আমরা তাকে ছাড় দেব না। আইনের আওতায় এনে শাস্তি ও বিচার করব। এছাড়া যদি কোথাও বিশৃঙ্খলা সৃষ্টি করে বা হবে মনে হয় তাহলে স্থানীয় জনগণ ও মাদ্রাসা ছাত্রদের সম্পৃক্ত করে তাদের পূজামন্ডল পাহারা দেবে।' এ সময় তিনি শারদীয় দুর্গোৎসব প্রসঙ্গে বলেন, 'আমি অবগত হয়েছি রাজশাহী বিভাগে সাম্প্রদায়িক সৌহার্দ্য বিরাজ করছে। সামনে শারদীয় দুর্গোৎসব, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন তাদের আশ্বস্ত করতে চাই আপনারা উৎসাহ উদ্দীপনা এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে উৎসব পালন করবেন।' গোদাগাড়ী উপজেলায় নির্বাহী কর্মকর্তা আবুল হায়াতের সভাপতিত্বে অনুষ্ঠিত খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গোদাগাড়ির গোগ্রাম নওয়াতুল ইসলামী কাওমি মাদ্রাসার প্রধান পরিচালক মাওলানা মোখতার আলী, গৌরাঙ্গ দেব মন্দিরের সভাপতি বিদু্যৎ নারায়ণ সরকার। পরে ধর্ম উপদেষ্টার পক্ষ থেকে স্থানীয় ৪০০ হিন্দু মুসলিম পরিবারকে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এরপর ধর্ম উপদেষ্টা মন্দির পরিদর্শন করেন। এ ছাড়াও স্থানীয় ইসকন ভবন পরিদর্শন ও গোগ্রাম পূজামন্ডব পরিদর্শন, স্থানীয় সুধিজনদের সঙ্গে মতবিনিময় ও ১০০ জন দরিদ্রকে খাদ্যসামগ্রী বিতরণ করেন। দুপুরের পর গোদাগাড়ির গোগ্রাম নওয়াতুল ইসলামী কাওমি মাদ্রাসায় ছাত্রছাত্রীসহ স্থানীয় সুধিজনদের সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রতি সুরক্ষা, দুর্নীতি, মাদকসহ বিভিন্ন সামাজিক ইসু্যতে জনসচেতনতা সৃষ্টি নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।