আলোচনা সভা
ম ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা ও পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ড জামায়াতে ইসলামী বাংলাদেশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার আসরের নামাজের পর বামনহাটা বাজারে জেলা জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি অধ্যাপক আব্দুস ছালাম খানের সভাপতিত্বে অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের শুরা সদস্য ও উপজেলা আমির অ্যাডভোকেট আব্দুলস্নাহ আল মামুন, কবি আবদুল হালীম খাঁ, নজরুল ইসলাম, শাহজাহান সরকার। বক্তব্য রাখেন আহাম্মদ আলী খান, রবিউল আলম, মাসুদ আলী খান, নূরুর রহমান সেলিম।
সমাবেশ অনুষ্ঠিত
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
'মুক্তির মূলমন্ত্র ইসলামী শাসনতন্ত্র' এই স্স্নোগানকে সামনে রেখে দিনাজপুরের পার্বতীপুরে ছাত্র-জনতার গণবিপস্নবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে ইসলামভিত্তিক কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে গণ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পার্বতীপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ইসলামী যুব-আন্দোলন বাংলাদেশ পার্বতীপুর উপজেলা শাখার আয়োজনে ও শ্রমিক আন্দোলনের সাবেক সভাপতি মামুনুর রশিদের সঞ্চালনায় পার্বতীপুর উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের সভাপতি মুহাম্মাদ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ, রংপুর মহানগর শাখা সভাপতি আলহাজ হজরত মাওলানা মুফতি আব্দুর রহমান কাসেমী। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের মুহাম্মাদ মুনতাসির আহমেদ, বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর জেলা দক্ষিণের সভাপতি ডাক্তার নুর আলম সিদ্দিকী।
দ্বিবার্ষিক সম্মেলন
ম উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের ঐতিহ্যবাহী সামাজিক সাংস্কৃতিক সংগঠন কেন্দ্রীয় ফেমাস সংসদের দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকালে উখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেমাস কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শাহআলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলমের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উখিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল ফজল, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় ফেমাস সংসদের প্রতিষ্ঠাতা মাওলানা সোলতান আহমেদ ও অ্যাডভোকেট সাইফুদ্দিন খালেদ।
কর্মী সমাবেশ
ম কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর একাধিক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুলাউড়া পৌরশাখার উদ্যোগে পৌরসভা হলরুমে এবং কাদিপুর ও ব্রাহ্মণবাজারে ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পৌর জামায়াতের আমির রুহুল আমিন রইয়বের সভাপতিত্বে এবং সেক্রেটারি মনসুর আহমদ তালুকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা নায়েবে আমির মাওলানা আব্দুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির আব্দুল হামিদ খান, সাবেক উপজেলা আমির মাস্টার আব্দুল বারী, নায়েবে আমির জাকির হোসেন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক আব্দুল মুন্তাজিম প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম পোরশা (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর পোরশায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় জনপ্রতিনিধি ও সুধি সমাজের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নিতপুর পুরনো বাজারে অনুষ্ঠিত সভায় নেতৃত্ব দেন ১৬ বিজিবি নিতপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মুনসেদ আলী। এসময় ছিলেন নিতপুর ইউপি এসময় ওয়ার্ড সদস্য আশরাফুল ইসলাম, আমিনুল ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ব্যবসায়ীরা।
আলোচনা সভা
ম রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শনিবার সকালে হাজি সংগঠনের আয়োজনে আলোচন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। এ সময় স্বাগত বক্তব্য রাখেন- অত্র সংগঠনের সভাপতি আলহাজ এ, জেড সুলতান আহম্মেদ। হাজি সংগঠনের সম্পাদক আলহাজ রবিউল আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন আবাদ তাকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুলস্নাহ হীল বাকী, আলহাজ বখতিয়ার হোসেন, আলহাজ দবির উদ্দীন, মাওলানা মাসউদ আলম, দবির উদ্দীন, মাওলানা কামরুজ্জামান ও এ,কে,এম ফজলুল হক।
দোয়া মাহফিল
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য ও পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কাজী নুরুল ইসলামের প্রথম মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পীরগঞ্জ প্রেস ক্লাবের আয়োজনে মরহুমের কবর জিয়ারত শেষে প্রেস ক্লাব সভাকক্ষে প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ, পীরগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর বদরুল হুদা, সৈয়দপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার।
কমিটি গঠন
ম স্টাফ রিপোর্টার, নীলফামারী
ইউনিয়ন-পৌর ডিজিটাল সেন্টার পরিচালক কল্যাণ সমিতি নীলফামারীর মতবিনিময় সভা শনিবার নীলফামারী প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজা। নীলফামারী পৌর ডিজিটাল সেন্টারের পরিচালক রানা ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ডোমার উপজেলা সদরের ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আব্দুল কাদের, চওড়া বড়গাছা ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আহসান হাবিব। সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে পঞ্চপুকুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের পরিচালক আজহারুল ইসলাম রাজাকে সভাপতি ও চওড়া বড়গাছা ইউনিয়নের আহসান হাবিবকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কর্মিসমাবেশ
ম ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহে জাতীয়তাবাদী রিকশাভ্যান শ্রমিক দলের কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে এতে জেলা রিকশাভ্যান শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি'র সভাপতি অ্যাডভোকেট এমএ মজিদ। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. মুন্সী কামাল আজাদ পান্নু, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপপু, যুগ্ম সম্পাদক আসিফ ইকবাল মাখন।
আর্থিক সহায়তা
ম এনায়েতপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের এনায়েতপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ৩ শহীদ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। শনিবার দুপুরে থানার মাধবপুরে নিহত কলেজ ছাত্র শিহাব আহমেদ ও গোপরেখীর মাদ্রাসা ছাত্র সয়াম হোসেনের দলীয় নেতাকর্মীদের নিয়ে তিনি বাড়িতে যান। এরপর তাদের সঙ্গে কুশল বিনিময় এবং পরিবারের হাতে ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। তার সঙ্গে ছিলেন থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রওশন আলী মন্টু, আব্দুস সালাম, সালেহ আহমেদ জামিল, বিজয় আহমেদ, আতাউর রহমান আতা, এনায়েতপুর হাট বণিক সমিতির সভাপতি মাসুদ রানা, থানা যুবদলের আহ্বায়ক জাহিদ হোসেন জহুরুল।
বৃক্ষরোপণ কর্মসূচি
ম শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
মাদারীপুর জেলার শিবচর উপজেলায় উৎরাইল-শিবচর আঞ্চলিক সড়কের প্রায় এক কিলোমিটার বৃক্ষরোপণ শুরু করেছেন এলাকাবাসী। শনিবার সকালে উপজেলার উৎরাইল নয়াবাজার থেকে আড়িয়াল খাঁ নদের সেতু পর্যন্ত সংযোগ সড়কে গাছ লাগানো শুরু করেন স্থানীয় যুবসমাজ। গাছ লাগানোর মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযানের সূচনা করেন শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবু জাফর চৌধুরী। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার উৎরাইল গ্রামের যুবক ও তরুণরা নিজেদের এলাকার উন্নয়নে 'ইউনিটি অব উৎরাইল' নামের একটি হোয়াটসআপ গ্রম্নপ তৈরি করে এলাকার সামাজিক উন্নয়নে পরস্পরের পাশে থাকার অঙ্গীকার নিয়ে কাজ শুরু করেছে।
চিকিৎসাসেবা
ম চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরে হাজীগঞ্জ ও শাহরাস্তি উপজেলার বন্যাদুর্গত এলাকায় বহু মানুষ পানিবাহিত এবং ডায়েরিয়া রোগে আক্রান্ত হতে শুরু করেছেন। তাদের জন্য একেবারে প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানের উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবী সংগঠন সমাহার গবেষণা ও উন্নয়ন ফাউন্ডেশন। শনিবার সকাল থেকে উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে সাতজন বিশেষজ্ঞ চিকিৎসক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার নারী-পুরুষ ও শিশুদের চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসকদের মধ্যে শিশু, মেডিসিন, গাইনি ও ডেন্টাল চিকিৎসক ছিলেন। চিকিৎসকসহ ২১ জনের একটি দল এই মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন।
নবাগত পুলিশ সুপার
ম শেরপুর প্রতিনিধি
শেরপুরে জেলার পুলিশ সুপার হিসেবে যোগ দিয়ে দায়িত্বভার গ্রহণ করলেন নবাগত পুলিশ সুপার মো. আমিনুল ইসলাম। শুক্রবার তিনি পুলিশ সুপার হিসেবে যোগদান করেন এবং দায়িত্বভার গ্রহণ করেন। নবাগত পুলিশ সুপার দায়িত্বভার গ্রহণের পূর্বে পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হলে জেলা পুলিশের পক্ষ থেকে উষ্ণ অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসনও অর্থ) মো. খোরশেদ আলম (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত)। ওই সময় শেরপুর জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল নবাগত পুলিশ সুপার কে 'গার্ড অব অনার' প্রদান করে। পরে নবাগত পুলিশ সুপার জেলা পুলিশের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
ঈদে মিলাদুন্নবী পালিত
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়ির পাইন্দং হাইদ চকিয়া দরবারে আলস্নামা শাহ সুফি হাফেজ দৌলত খান (রহ.) পবিত্র বার্ষিক ফাতিহা শরিফ এবং ঈদে মিলাদুন্নবী (দ.) ২০২৪ যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। শুক্রবার হাইদ চকিয়া দরবারে হাইদ চকিয়া দরবারের সাজ্জাদানশীল মোহাম্মদ জাফর উলস্নাহ খান দুলালের সভাপতিত্বে ও শাহজাদা মাওলানা রাহাত খানের পরিচালনায় তাকরীর পেশ করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুফতি সৈয়দ অসিউর রহমান, জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদের প্রাক্তন সিনিয়র পেশ ইমাম আলস্নামা নূর মোহাম্মদ সিদ্দিকী।
কমিটি গঠন
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
'জেগে ওঠো পীরগঞ্জবাসী, সবার মুখে ফুটবে হাসি' শ্লোগানকে সামনে রেখে এলাকায় মাদক নির্মূল করার লক্ষ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর সভার ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকালে পৌরসভার দক্ষিণ বথপালিগাঁওয়ে এক সুধীসমাবেশের মাধ্যামে এই কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক করা হয়েছে জুয়েল ইসলাম মনিকে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন জহিরুল ইসলাম, কামরুল, জামান ও নবাব। সদস্যসচিব নির্বাচিত হয়েছেন সুমন আলী। সদস্য রিপন আলী, মিন্টু, ফয়সাল ও কাজল। ওয়ার্ড কাউন্সিলর দবিরুল ইসলামের সভাপতিত্বে সুধীসমাবেশে বক্তব্য রাখেন- পুলিশ পরিদর্শক ইকরামুল হক চৌধুরী।
উপহার সামগ্রী বিতরণ
ম দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি
খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫০০ মানুষের মধ্যে উপহার হিসেবে ত্রাণসামগ্রী দিয়েছে জেলা স্বেচ্ছাসেবক দল। শনিবার দুপুরে উপজেলা বিএনপির সার্বিক সহযোগিতায় দীঘিনালা উপজেলার ছোট মেরুং উচ্চ বিদ্যালয় মাঠে এতে বাংলাদেশ জাতীয়তাবাদী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর সভাপতিত্বে উপহার তুলে দেন প্রধান অতিথি কেন্দ্রীয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন- বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া। এ ছাড়াও উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সিনিয়র সহ-সভাপতি আবদুর রহিম।
চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার দুর্গাপুরে রবীন্দ্র- নজরুল স্মরণে পথ পাঠাগারের আয়োজনে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে পৌর শহরের কুমার দ্বিজেন্দ্র পাবলিক লাইব্রেরি হলরুমে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পথ পাঠাগারের সভাপতি নাজমুল হুদা সারোয়ারের সভাপতিত্বে ও সহ-সভাপতি জিয়াউল হক শুভর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- দুর্গাপুর স্বাস্থ্য কমপেস্নক্সের মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান? বিশেষ অতিথি ছিলেন- দুর্গাপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সায়মন খান।
ত্রাণ বিতরণ
ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার মনোহরগঞ্জে কেন্দ্রীয় বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালামের পক্ষে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার উপজেলার খিলা ও নাথেরপেটুয়া ইউনিয়নে উপজেলা বিএনপির সদস্য সচিব সরোয়ার জাহান দোলন নিজে উপস্থিত থেকে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণের এ প্যাকেট ও নগদ অর্থ তুলে দেন। এ সময় ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর গোলাম মর্তুজা, মঞ্জুর আলম মজনু, নাথেরপেটুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির মেম্বার, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন, নাথেরপেটুয়া ইউপির সাবেক চেয়ারম্যান আবু বকর সিদ্দিক।