শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শ্রীমঙ্গলে মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শ্রীমঙ্গলে মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ইয়াবা ব্যবসায়ী ও চুরি-ডাকাতির সঙ্গে জড়িত রাজনমিয়াসহ সিন্দুরখান ইউনিয়নের সব মাদককারবারিদের বিরুদ্ধে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার সিন্দুরখান ইউনিয়নের ষাড়েরগজ চৌমুহনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন- শফিক মিয়া, শেখ জসিম উদ্দিন। বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে রাজন মিয়া মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে কেউ ভয়ে মুখ খোলে না। তার বিরুদ্ধে কথা বললে সে দলবল নিয়ে হামলা চালায়। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় বিভিন্ন সময় মাদক মামলা হয়েছে। কিন্তু সে আদালত থেকে জামিন নিয়ে আবারও এই ব্যবসায় জড়িয়ে পড়ে।

তারা আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেভাবে কাজ করছে, এর গতিশীলতা বাড়িয়ে জনগণসহ অভিভাবকদের সচেতন করার মধ্য দিয়ে মাদক ব্যবসা ও মাদকসেবন নির্মূল করা সম্ভব। সমাজ থেকে মাদক নির্মূল ও মাদককারবারিদের আইনের আওতায় এনে সুশৃঙ্খল সমাজ গঠনের লক্ষ্যে ভূমিকা রাখবে সচেতন ছাত্র ও যুবসমাজ। তারা পুলিশ প্রশাসনের কাছে দাবি জানান, যাতে তাকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে