গাংনীতে বোমা হামলা করে মোটর সাইকেল ছিনতাই, আহত ২

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীর বামন্দী-তেঁতুলবাড়ীয়া সড়কে ওষুধ কোম্পানির দুই প্রতিনিধির ওপর বোমা হামলা চালিয়ে ও কুপিয়ে মোটর সাইকেল এবং টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় ওষুধ কোম্পানির প্রতিনিধি মাজেদুর রহমান (৩৫) ও মিরাজ আলীকে (৩২) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত মাজেদুরকে উন্নত চিকিতসার জন্য কুষ্টিয়া মেডিকেলে প্রেরণ করেছে গাংনী হাসপাতাল কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার বিকালে মোটর সাইকেলযোগে তারা দুইজন করমদি ও তেঁতুলবাড়ীয়া এলাকার ফার্সেমিগুলোতে টাকা আদায় শেষে গাংনী শহরে ফিরছিলেন। তেঁতুলবাড়ীয়া-করমদি সড়কের করমদি গ্রামের ব্রিজের পাশে পৌঁছলে কয়েকজন দেশীয় অস্ত্র দেখিয়ে তাদের গতিরোধ করে। ছিনতাইকারীরা মাজেদুর রহমান ও মিরাজ আলীর ওপর ধারাল অস্ত্র দিয়ে হামলা চালিয়ে ২০ হাজার টাকা ও তাদের ব্যবহৃত ডিসকভারি (১০০ সিসি) মোটর সাইকেল ছিনিয়ে নেয়। জীবন রক্ষায় মাজেদুর রহমান চিৎকার দিলে তার ওপর একটি বোমা নিক্ষেপ করে সটকে পড়ে ছিনতাইকারীরা। গাংনী থানার ওসি তাজুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ছিনতাইকারীদের আটকের তৎপরতা চলছে।