মাদারগঞ্জে কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির মানববন্ধন
প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিথি
জামালপুরের মাদারগঞ্জ উপজেলার জোরখালি ইউনিয়নের কাইজার চর মৌজার ৬৭৬ একর জমিতে সৌর বিদু্যৎ প্রকল্প করার জন্য মাটি কাটার কাজ চলমান রয়েছে। সেই কাজ বন্ধ করতে শনিবার কাইজার চর বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
এতে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সভাপতি আশরাফ আকন্দ, স্থানীয় কৃষক শওকত মন্ডল, কৃষক জাকিরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, কৃষক নুরনবী, আয়েন উদ্দিন, জাহিদ হোসেন, মাফুজুল হক, বীর মুক্তিযোদ্ধা মাজাহারুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান শিবলুল বারী রাজু।
বক্তারা বলেন, সাবেক সংসদ সদস্য মির্জা আজম তাদের তিন ফসলি জমি জোর করে নিয়ে সেখানে সৌরবিদু্যৎ প্রকল্প বানানোর জন্য মাটি ভরাটের কাজ করছিলেন।
আমাদের জমিতে কোন প্রকার প্রকল্পের কাজ করতে দেব না। আমরা এই এলাকার তিন হাজার পরিবার জমি হারিয়ে মানবেতর জীবনযাপন করছি।