শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

পটুয়াখালীর ২৩ শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান

পটুয়াখালী প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
পটুয়াখালীর ২৩ শহীদ পরিবারকে জামায়াতে ইসলামীর অনুদান

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত পটুয়াখালীর ২৩ পরিবারকে জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ২ লাখ টাকা করে প্রদান করা হয়েছে। শনিবার জেলা শিল্পকলা অডিটরিয়ামে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠান শেষে এ অনুদান তুলে দেওয়া হয়।

জেলা জামায়াতের আমির অধ্যাপক মুহাম্মদ শাহ্‌আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল।

বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শূরা সদস্য ও পটুয়াখালী জেলার সাবেক আমির মাওলানা এ.কে.এম ফখরুদ্দীন খান রাযী।

এ সময় প্রধান অতিথি অ্যাডভোকেট মোয়ায্যম হোসাইন হেলাল বক্তব্যে বলেন, 'ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে, যা রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। প্রয়োজন হলে জাতীয় ঐক্য গঠন করতে হবে এবং হত্যা, নির্যাতন, সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। জামায়াতে ইসলামী শহীদদের পরিবারের জন্য কাজ করে যাবে এবং আহতদের চিকিৎসা সহায়তা দেবে।'

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমির অ্যাডভোকেট নাজমুল আহসান, জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মাহাদী হাসান প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে