সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতে মাগুরায় সুরক্ষা সম্প্র্রীতি সমাবেশ

প্রকাশ | ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

মাগুরা প্রতিনিধি
মাগুরা সদরের শত্রম্নজিৎপুর মহাশ্মশান আশ্রম ও পয়ারীহাজরাতলা মন্দির কমিটির আয়োজনে এক সুরক্ষা সম্প্রীতি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী। এ সময় তিনি বলেন, 'আমি বিশ্বাস করি মনে করি বাংলাদেশের জনগণ এদেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষ এদেশের ছাত্রজনতা এদেশের হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রীষ্টান সবার একতায় একটি বৈচিত্রের মাঝে একটি অভুতপূর্ণ ঐক্য সৃষ্টি করে আমরা এই বাংলাদেশ থেকে দুর্নীতিবাজ লুটেরা ভূমিদসু্য নারী লোভী সন্ত্রাসী দালালদের নির্মূল করে দেশকে উদ্ধার করেছি। এখন এই বাংলাদেশ হবে জনতার গণতান্ত্রিক দেশ। এ দেশ হবে বৈদেশিক আধিপত্যবাদমুক্ত বাংলাদেশ। এ স্বপ্ন নিয়ে তরুণ প্রজন্ম আজ এগিয়ে যাচ্ছে। এখানে হিন্দু, মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সংখ্যালঘু সম্প্রদায় সবাই নিরাপদ থাকবে। সবাই সবার ধর্মীয় কৃষ্টি সংস্কৃতি আচার অনুষ্ঠান নির্ভিঘ্নে পালন করতে পারবে।' বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ মাগুরা জেলা শাখার সভাপতি ও শত্রম্নজিৎপুর মহাশ্মশান মন্দির কমিটির সভাপতি অ্যাড. সনজিৎ কুমার বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য অ্যাড. নিপুন রায় চৌধুরী। তিনি বলেন, ছাত্রদের রক্তের বিনিময়ে দীর্ঘদিনের শাসন জুলুম নির্যাতন নিপিড়নের পর দেশ পূনর্গঠিত হয়েছে। এখানে কোন চাঁদাবাজি, জমিদখল, ভয়ভীতি, হামলা, হুমকিধামকি চলবে না। হিন্দুসম্প্রদায়ের মানুষের মনে এক ধরনের আতংক বিরাজ করছে। তাদের তিনি বলেন, আপনারা কখনও নিজেদের সংখ্যালঘু ভাববেন না। আপনারা ভাববেন আমরা বাংলাদেশী। আমরা এ দেশের নাগরিক। তিনি আরও বলেন, আমাদের নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় কর্মীদের নির্দেশ দিয়েছেন সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে হবে, হিন্দুদের পূজামন্ডপে আপনাদের নিরাপত্তা দিতে হবে, হিন্দুসম্প্রদায়ের নিরাপত্তা দিতে হবে। কোনো ধরনের অপকর্ম করলে তাকে আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ করা হবে। আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিথুন রায় চৌধুরী, মন্দিরের পুরোহিত স্বপন ঠাকুর প্রমুখ।