শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নোবিপ্রবি'র নোয়াখালী উপাচার্য হলেন লোহাগাড়ার ড. মোহাম্মদ ইসমাইল

লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
  ০৮ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নোবিপ্রবি'র নোয়াখালী উপাচার্য হলেন লোহাগাড়ার ড. মোহাম্মদ ইসমাইল

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য হিসেবে যোগদান করলেন লোহাগাড়া উপজেলার পূর্ব কলাউজানের কৃতী সন্তান ড. মোহাম্মদ ইসমাইল। তিনি ৬ সেপ্টেম্বর শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন। যোগদানকালে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে উপাচার্যকে গার্ড অব অনার প্রদার করে নোবিপ্রবি বিএনসিসি।

এরপর শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি উপাচার্য কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, দপ্তর ও শাখার কর্মকর্তা-কর্মচারী এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে পৃথক সভা করেন। সভায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক ও চেয়ারম্যান ড. মোহাম্মদ শফিকুল ইসলাম, গণিত বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ, ফিশারিজ অ্যান্ড মেরিন সায়েন্স বিভাগের অধ্যাপক ড. জাহাঙ্গীর সরকার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক নিজাম উদ্দিন, প্রক্টর এএফএম আরিফুর রহমান, রেজিস্ট্রার তামজিদ হোছাইন চৌধুরী প্রমুখ ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে