মৌলভীবাজারের কুলাউড়ায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে স্বর্ণা দাস (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী মৃতু্যর প্রতিপাদে মশাল মিছিল ও বিক্ষোভ-সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাত ৮টায় ছাত্র-জনতার ব্যানারে অনুষ্ঠিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় ভারতীয় দূতাবাস ঘেরাওয়ের হুঁশিয়ারিও দেওয়া হয়।
জানা যায়, গত ১ সেপ্টেম্বর সন্ধ্যা রাতে কুলাউড়ার লালারচক সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে কিশোরী স্বর্ণা দাসের মৃতু্য হয়। ঘটনার দুইদিন পর স্বর্ণার মরদেহ হস্তান্তর করে বিএসএফ।
স্বর্ণা পার্শ্ববর্তী জুড়ি উপজেলার নিরোধ বিহারী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ঘটনাকে নিয়ে ক্ষোভে ফুঁসে উঠেছে কুলাউড়া-জুড়ির মানুষ। শুক্রবার রাতে কুলাউড়ায় ছাত্র-জনতার ব্যানারে একটি মশাল মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মশাল মিছিল শেষে কুলাউড়া রেলওয়ে স্টেশন সংলগ্ন মাঠে বিক্ষোভ সভায় মিলিত হয় ছাত্র-জনতা। বিক্ষোভে স্বর্ণা হত্যার দায়ে অভিযুক্ত বিএসএফ সদস্যদের বিচারের আওতায় আনা এবং ভবিষ্যতে সীমান্তে হত্যা বন্ধের দাবি জানানো হয়।