সংবাদ সংক্ষেপ
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
প্রতিনিধি
সমাবেশ অনুষ্ঠিত
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পূর্বধলা হোছাইনীয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মো. মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার আমির অধ্যাপক ছাদেক আহমদ হারিছ, জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মো. নজরুল ইসলাম, উপজেলা কর্মপরিষদ সদস্য মো. হাফিজ উদ্দিন।
বৃত্তি প্রদান
ম ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের ফটিকছড়ি পূর্ব আজিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে মরহুম মাওলানা মোহাম্মদ হোসাইন (রহ.) স্মৃতি বৃত্তি প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্কুলের বিদ্যালয়ের ব্যবস্থাপক কমিটির সাবেক সভাপতি ও ফটিকছড়ি সরকারি কলেজের অধ্যাপক এনএম রহমত উলস্নাহর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন সাংবাদিক মোহাম্মদ জিপন উদ্দিন। এ সময় ছিলেন স্কুলের প্রধান শিক্ষক অর্চনা রাণী আচার্য্য, সহকারী শিক্ষক ছবুরা খানম, মিতা রানী বড়ুয়া, রাশেদা বেগম, মো. নেওয়াজ শরীফ, মুনমুন আক্তার, নাজমুল তারেক, সাংবাদিক ওবাইদুল আকবর রুবেল, ইউসুফ আরাফাত।
কর্মিসভা অনুষ্ঠিত
ম শালিখা (মাগুরা) প্রতিনিধি
মাগুরা শালিখার তালখড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে পিয়ারপুর জামে মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন শাখার আমীর মাওলানা মোস্তফা জামান। বক্তব্য রাখেন প্রধান মেহমান জেলা সেক্রেটারী অধ্যাপক সায়েদ আহমদ। বিশেষ মেহমান ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা শাখার সভাপতি ইব্রাহিম বিশ্বাস। থানা শাখার আমীর মাওলানা আলমগীর বিশ্বাস, সহ-সেক্রেটারী অধ্যাপক লিয়াকত শিকদার, হাফেজ আসাদুজ্জাম মন্ডল প্রমুখ। সভা পরিচালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের থানা শাখার সভাপতি শাহিনুর রহমান।
বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ
ম জুরাছড়ি (রাঙামাটি) প্রতিনিধি
জুরাছড়ি উপজেলায় নিম্নাঞ্চলে পস্নাবিত বন্যায় ক্ষতিগ্রস্তদের নিরাপদ বিশুদ্ধকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উদ্যোগে উপজেলা মৈদং ইউনিয়নের শীলছড়ি, জুরাছড়ি ইউনিয়নের আমতুলী, মধ্য বালুখালী ও উপজেলা সদরের হাসপাতাল এলাকায়, বনযোগীছড়া ইউনিয়নের বড়ইতলী, চকপতিঘাট গ্রামে এসব বিতরণ করেন উপজেলা উপসহকারী জনস্বার্থ প্রকৌশলী রকি দে। এ সময় ছিলেন মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, দুর্জন সিংহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।
মতবিনিময় সভা
ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ প্রেস ক্লাব হলরুমে সভায় ছিলেন জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর সহকারী অধ্যাপক বেলাল উদ্দিন প্রধান, উপজেলা জামায়াতের আমীর বাবলুর রশীদ, উপজেলা সহকারী সেক্রেটারী বাবুল আহাম্মেদ, উপজেলা জামায়াতের সুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা রফিকুর ইসলাম ও মাহাবুর আলম, ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা হুসেন আলী, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা।
সমাবেশ অনুষ্ঠিত
ম পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জারিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা জারিয়া স্টেশন চত্বরে সমাবেশে সভাপতিত্ব করেন জারিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মো. মহিম উদ্দিন। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নেত্রকোনা জেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অধ্যাপক মাসুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শ্যামগঞ্জ হাফেজ জিয়াউর রহমান ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ শাখাওয়াত হোসেন, ঢাকা মহানগর উত্তরের জামায়াত নেতা আবুল হোসেন।
চেয়ারম্যানকে গণসংবর্ধনা
ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
স্বৈরাচার সরকারের নির্যাতন ও মামলার শিকার হয়ে দেশ ত্যাগের পর দীর্ঘ ১০ বছর পর আইএফআইসি ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং এলআর গ্রম্নপের চেয়ারম্যান লুৎফর রহমান বাদল তার নিজ এলাকায় ফিরে আসায় তাকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার খালপাড় এলাকায় তার নিজ বাসভবনে বিএনপি কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ ওয়ান ফ্যামিলির চেয়ারম্যান সেলিম প্রধানসহ বিভিন্ন শিল্পপতি, রাজনীতিবিদ, শিক্ষকসহ রূপগঞ্জের সর্বস্তরের জনগণ তাকে ফুল ও সম্মাননা দিয়ে এ গণসংবর্ধনা দেয়।
মতবিনিময় সভা
ম আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলামের সঙ্গে উপজেলা পূজা উদযাপন পরিষদ নেতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে ওসির কার্যালয়ে ছিলেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীলকণ্ঠ সোম, সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য, উপদেষ্টা রাজেশ্বর দাশ, সহ-সভাপতি অধ্যাপক সুবোধ চক্রবর্তী, কালিপদ রায়, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার দিপ, সদর কালি মন্দির সভাপতি দীপন কুমার মন্ডল, রতন অধিকারী, পরেশ অধিকারী ও রঞ্জন কুমার বাছাড়।
শহীদি মার্চ পালন
ম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি
ছাত্র-জনতার অভু্যত্থানের এক মাস পূর্তি উপলক্ষে বাগেরহাটের মোড়েলগঞ্জে 'শহীদি মার্চ' কর্মসূচি পালন করেছে সাধারণ শিক্ষার্থীসহ বৈষমবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিকালে কেন্দ্রীয় মসজিদ থেকে শোকর্ যালি বের করা হয়।র্ যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মোরেলগঞ্জ নব্বইরশি বাসস্ট্যান্ডে শোকর্ যালি শেষ হয়। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন শেষে নিহতদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
জানাজা সম্পন্ন
ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
উপমহাদেশের অন্যতম ইসলাম ধর্মীয় প্রতিষ্ঠান ছিলছিলায়ে আলিয়া কাদেরিয়া চিশতিয়া আবুল উলাইয়া জাঙ্গাগীরিয়া সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের পীর চতুর্থ হজরত শাহ জাঙ্গাগীর নূরুল আরেফিন শেখ ছৈয়দ মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ শাহের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর সাতকানিয়া মির্জাখীল দরবার শরিফের মাঠ প্রাঙ্গণে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জেলার দূরদূরান্ত থেকে আগত ভক্তরা তার জানাজার নামাজে অংশগ্রহণ করেন। উলেস্নখ্য, বৃহস্পতিবার ভোর ৫টায় চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক
ম কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈরের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ২০২৪ নির্বাচিত হয়েছেন রামচন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রহমান ও শ্রেষ্ঠ শিক্ষকা নির্বাচিত হয়েছেন কাঁঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ইসরাত জাহান। বৃহস্পতিবার উপজেলা নির্বাহী অফিসার মো. কাউছার আহাম্মদের সভাপতিত্বে তার অফিসকক্ষে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা বাছাই কাজ সম্পন্ন করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আব্দুল মতিন কমিটির সদস্যসচিবসহ কমিটির অন্য সদস্যরা ছিলেন।
আলোচনা সভা
ম বানারীপাড়া (বরিশাল) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী ৩নং সৈয়দকাঠী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের জন্য দোয়া অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের করপাড়া ট্রলারঘাটসংলগ্ন ব্রিজের উপরে ইউনিয়ন নায়েবে আমির হাফেজ মো. নাজিম উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলার সেক্রেটারি মাওলানা মাহামুদুন্নবী, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির প্রভাষক জনাব মো. খলিলুর রহমান শাহাদাৎ, বানারীপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ মো. মোকাম্মেল হোসেন মোজাম্মেল।
চাল উদ্ধার
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাই উপজেলা যুবলীগের সভাপতি বশির মিয়া কর্তৃক অবৈধভাবে পাচারকৃত ৪৫ বস্তা সরকারি চাল পার্শ্ববর্তী মাধবপুরের জগদীশপুর ইউনিয়নে পাচারকালে তা জব্দ করছে নাসিরনগর উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার উপজেলার বুড়িশ্বর এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়েছে বলে জানা যায়, এ ব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কাজী রবিউস সারোয়ার।
প্রশিক্ষণ অনুষ্টিত
ম শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় নারীদের কোয়েল পাখি পালনে উদ্বুদ্ধ করতে দুই দিনব্যাপী প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার মুন্সীগঞ্জে সিসিডিবি অফিসে নারী সদস্যদের ২ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক ছিলেন মো. ফয়সাল আহমেদ নাঈম। অন্যান্যদের মধ্যে ছিলেন নিলীমা রাণী প্রমুখ।
শ্রেষ্ঠ শিক্ষক
ম নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
নিজ কর্মগুণেই জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৪-এর উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলী আজম। সেই সঙ্গে নন্দীগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ও শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় নির্বাচিত হয়। প্রধান শিক্ষক আলী আজম নন্দীগ্রাম মডেল সরকারি বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মানোন্নয়নে নানাবিধ উদ্যোগ গ্রহণ করেন। তার সৃজনশীল কর্মকান্ড ও গৃহীত পদক্ষেপ সব মহলে প্রশংসিত হয়।
সভা অনুষ্ঠিত
ম গাইবান্ধা প্রতিনিধি
ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা ও জাতীয় অধ্যাপক ডা. মো. ইব্রাহিমের ৩৫তম মৃতু্য দিবস (সেবা দিবস) পালন উপলক্ষে শুক্রবার গাইবান্ধায় ডায়াবেটিক সমিতির উদ্যোগে সংগঠন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সহ-সভাপতি ডা. শহীদুজ্জামান হারুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাবু, নির্বাহী সদস্য আমিনুল ইসলাম গোলাপ, আব্দুল লতিফ হক্কানী, সুব্রত সাহা প্রমুখ।
জাতীয় সঙ্গীত পরিবেশন
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর বাজারে সিনেমা হল মোড়ে শুক্রবার সকাল ১০টায় উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর মাধ্যমে নতুন উদ্যমে জাতীয় সঙ্গীত করেন অত্র শিল্পী গোষ্ঠীর কর্মকর্তারা। এ সময় ছিলেন উপজেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি নাছিমা রহমান, সহ-সভাপতি ও বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এর প্রাক্তন ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রভাষক মুহাম্মদ আজিজুল ইসলাম, উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক প্রাণ কৃষ্ণ বণিকসহ আরও অনেকে।
কর্মী সম্মেলন
ম রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাউজান উপজেলা দক্ষিণ শাখার কর্মিসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নোয়াপাড়া পথেরহাট একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এই কর্মিসমাবেশে সভাপতিত্ব করেন রাউজান উপজেলা শাখার আমীর শাহজাহান মঞ্জু। সেক্রেটারি রিদুয়ান শাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য অধ্যাপক মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশেষ আলোচক ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার শূরা সদস্য মাওলানা জামাল হোসাইন।
আর্থিক সহায়তা
ম লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের লাখাইয়ে কদিন আগের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে তারেক রহমানের পক্ষ থেকে সহায়তার নগদ অর্থ তুলে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) ও হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ জি কে গউছ। শুক্রবার কালাউক হাইস্কুল লাখাই উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে এবং সা. সম্পাদক অ্যাডভোকেট সামসুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সদস্য আব্দুল ওয়াদুদ তালুকদার আব্দালসহ বিএন পি ও অঙ্গ সংগঠনের নেতারা।
গণসমাবেশ
ম সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি
পাবনার সাঁথিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড কোনাবাড়ীয়া জামায়াতের আয়োজনে বৃহস্পতিবার বিকালে গণসমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় আমন্ত্রিত বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা মৎস্যলীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া রানা। জামায়াতের সমাবেশে আওয়ামী লীগ নেতার বক্তব্যে ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে। ব্যাপারটা 'টক অব দ্য কান্ট্রিতে' পরিণত হয়েছে সাঁথিয়া পৌর সদরে। গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন সাঁথিয়া কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা আবু হানিফ।
দোকানঘর প্রদান
ম পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের পার্বতীপুরে দুস্থ,অসহায় ও অচল এক শারীরিক প্রতিবন্ধী নারীকে স্বাবলম্বী করতে পণ্যসহ দোকানঘর প্রদান করা হয়েছে। ব্যক্তিগত আর্থিক সহায়তায় মাধ্যমে এই মহৎ কাজটি করেছেন পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা খাতুন। আর এ কাজে তাকে সহায়তা করেছেন সমাজসেবা অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এই প্রতিবন্ধী নারীকে পণ্যসহ দোকানঘর প্রদান করা হয়। পার্বতীপুর উপজেলা সমাজসেবা অফিসার তাপস রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নাসরিন নাহার (৩১) একজন অচল শারীরিক প্রতিবন্ধী। সে অবিবাহিত। নিজে চলতে পারে না।
মৃতু্যবার্ষিকী
ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় পার্টির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, বহু শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের আজ শনিবার ২৪তম মৃতু্যবার্ষিকী। উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর জানান, মৃতু্যবার্ষিকী উপলক্ষে স্মরণসভা, কবর জিয়ারত ও কোরআনখানির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে তার প্রতিষ্ঠিত নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, মহিলা ডিগ্রি কলেজ, শাহগঞ্জ স্কুল অ্যান্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদ্রাসা, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ে পৃথকভাবে স্মরণ সভা ও দোয়া মাহফিল আয়োজন করেছে।
মতবিনিময় সভা
স্টাফ রিপোর্টার, নীলফামারী
হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নীলফামারীর শ্রীশ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরে শুক্রবার বিকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট নীলফামারী জেলা শাখার যৌথ উদ্যোগে এবং শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দিরের আয়োজনে শ্রী শ্রী আনন্দময়ী কালিমাতা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট অক্ষ্ণয় কুমার রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক তাপস সাহা, কোষাধ্যক্ষ শুভাগত সরকার মনোন, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ঝন্টু ভৌমিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা কমিটির আহ্বায়ক রিন্টু গ্রম্নহ।
সনদপত্র বিতরণ
ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ১১টি ইউনিয়নের এলজিইডির মাধ্যমে পলস্নী কর্মসংস্থান সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩ এর একশত দশজন নারীশ্রমিককে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। গত বুধবার বিকালে এসব বিতরণ করেন বাজিতপুর উপজেলা নির্বাহী অফিসার ফারাশিদ বিন এনাম, বাজিতপুর উপজেলা ইঞ্জিনিয়ার বনি আমিন ও অত্র কর্মসূচির কমিনিউটি অর্গানাইজার মোছা. নূরুন্নাহার। জানা যায়, বাজিতপুরের গ্রামীণ অবকাঠামোগত মহিলা কর্মীদের ৪ বছর মেয়াদি বিভিন্ন রাস্তার মেরামতের চুক্তি শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের সঞ্চয়ের জমাকৃত অর্থ বাবদ চেক ও সনদপত্র বিতরণ করা হয়।
আলোচনা সভা
ম বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের বিরামপুরে ৫ সেপ্টেম্বরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনরত বিজয়ের একমাস পূর্ণ হয়েছে। এ উপলক্ষে বিরামপুরের ছাত্র-জনতার্ যালি ও আলোচনার মাধ্যমে শহীদি মার্চ উদযাপন করেছেন। বৃহস্পতিবার বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরামপুর উপজেলার দায়িত্বশীল মো. তন্ময়ের নেতৃত্বে পৌর শহরের বড়মাঠ থেকের্ যালিটি বের করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন। প্রতিবাদ সমাবেশ ও কর্মসূচি শেষের্ যালিটি কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়। ওই কর্মসূচিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতারা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী, বিরামপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অদ্বৈত কুমার সরকার, বিরামপুর মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুশফিকুর রহমান।
কবর জিয়ারত
ম শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
শিবালয়ের রূপসা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ রফিকুল ইসলামের কবর জিয়ারত ও তার পরিবারের সদস্যদের সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির সহ-সভাপতি ড. খোন্দাকার আকবার হোসেন বাবলু। শুক্রবার দুপুরে উপজেলার রূপসা উপজেলার ৫ শতাধিক বিএনপির নেতাকর্মী নিয়ে রফিকের কবর জিয়ারত শেষে তার বাড়িতে গিয়ে শহীদ পরিবারকে সমবেদনা জানিয়ে শহীদ রফিককে হত্যাকারীদের দ্রম্নত গ্রেপ্তারের দাবি জানান। তিনি আরও বলেন, শহীদ রফিকের পরিবারের সদস্যদের সব ধরনের সহযোগিতা করা হবে।
মাঠ দিবস অনুষ্ঠিত
ম আমতলী (বরগুনা) প্রতিনিধি
সিজিআই, আরএর দিয়ে সাসটেইনেবল ইন্টেন্সিফিকেশন অফ মিক্সড ফার্মিং সিস্টেম ইনসিয়েটিভের আওতায় আন্তর্জাতিক ধান গবেষণা ইনিস্টিটিউটের উদ্যোগে বৃহস্পতিবার বিকালে বরগুনার আমতলী উজেলার সেকান্দারখালী গ্রামে বীজ বপন যন্ত্রের সাহায্যে শুকনো জমিতে আউশ ধানচাষ বিষয়ক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। ও আর ডিও ইরি মানিক দেবনাথের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা কৃষি অফিসার মো. ইসা ইকবাল, বিশেষ অতিথি ছিলেন এস ও কৃষি গবেষণা ইনস্টিটিউট মো. মাইনুল ইসলাম, আমতলী এস এএ ও মো. সাইফুল ইসলাম, সাংবাদিক মো. রেজাউল করিম। এ সময় ছিলেন এসএম নাসির মাহামুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও অর্ধশত কৃষক-কৃষানী। বক্তব্য রাখেন কৃষক নয়ন হাওলাদার, মিঠু প্রমুখ।
সেমিনার অনুষ্ঠিত
ম শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পর্যটন শিল্পের বর্তমান অবস্থা ও আমাদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার শহরের একটি হোটেলে সকাল ৯টায় টোয়ামের উদ্যোগে বাংলাদেশ টু্যরিজম বোর্ড, বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ টু্যরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) আবু তাহের মুহাম্মদ জাবের। এ সময় ছিলেন বাংলাদেশ টু্যরিজম বোর্ডের উপ-পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মো. মাজহারুল ইসলাম, মৌলভীবাজার টোয়ামের আহ্বায়ক মো. খালেদ হোসেন।