শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

শিক্ষকের ছোড়া স্কেলে চোখ হারালো দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
শিক্ষকের ছোড়া স্কেলে চোখ হারালো দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী

কুমিলস্নার তিতাসে শিক্ষকের ছোড়া স্কেলের আঘাতে শিক্ষার্থীর এক চোখ নষ্ট হয়ে গেছে বলে অভিযোগ উঠছে। আহত শিক্ষার্থী ফারহান ইসলাম রোহান (৮) উপজেলার দক্ষিণ আকালিয়া গ্রামের ওমান প্রবাসী মো. রবিউল ইসলামের ছেলে। সে উপজেলার বাতাকান্দি বাজারের সেবা মাল্টিমিডিয়া আইডিয়াল স্কুলের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর বাংলা বিষয়ে পাঠদান চলাকালে ওই স্কুলের সহকারী শিক্ষক সৌরভ মিয়া শ্রেণিকক্ষে কথা বলার অপরাধে রোহানকে কাচের স্কেল দিয়ে আঘাত করে। স্কেলটি রোহানের ডান চোখে আঘাত আনলে রক্তক্ষরণ শুরু হয় এবং সে অজ্ঞান হয়ে যায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ফার্মগেটের ইসলামি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়।

রোহানের কাকা মোফাজ্জল হোসেন জানান, ভর্তির পর গত ৪ সেপ্টেম্বর রোহানের চোখের অপারেশন হয়। অপারেশন শেষে চিকিৎসক জানিয়েছে রোহানের ডান চোখের দৃষ্টিশক্তি হারিয়েছে। বর্তমানে সে ওই হাসপাতালে ভর্তি আছে।

অভিযুক্ত সহকারী শিক্ষক সৌরভ মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান, 'ক্লাসের সময় রোহান কথা বলতে ছিল। তখন তাকে চুপ থাকতে বলি। এ সময় হঠাৎ আমার অজান্তে হাতে থাকা স্কেলটি রোহানের চোখে গিয়ে লাগে। আমি ইচ্ছে করে এমনটি করিনি। রোহানের চিকিৎসার জন্য যা প্রয়োজন হয় আমি তা করব।'

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার লায়লা পারভিন বানু বলেন, 'গত ৫ সেপ্টেম্বর শিশুটির মা এ বিষয়ে আমার কাছে একটি অভিযোগ করেছেন। আমরা প্রতিষ্ঠান পরিচালকের কাছে উক্ত ঘটনার ব্যাখ্যা চেয়েছি।'

তিতাস থানার ওসি কাজী নাজমুল হক জানান, 'উপজেলা নির্বাহী অফিসারের সুপারিশকৃত একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে