বরিশালে ইসলামী আন্দোলনের সদস্য হলেন ৬ হিন্দু ধর্মাবলম্বী

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

বরিশাল অফিস
বরিশালে ইসলামী আন্দোলনের সদস্য হলেন হিন্দু ধর্মাবলম্বীর ছয়জন। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীর ওই ছয় ব্যক্তি দলের কর্মীদের আদর্শে অনুপ্রাণীত হয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দেন। বৃহস্পতিবার উপজেলার গারুড়িয়া ইউনিয়ন শাখার সদস্য সংগ্রহ অনুষ্ঠানে তারা এই দলের সদস্যপদ গ্রহণ করেন। দলীয় সূত্রে জানা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুড়িয়া ইউনিয়ন শাখার আওতাধীন ১নং ওয়ার্ডে বৃহস্পতিবার সদস্য সংগ্রহ কর্মসূচি পালন করা হয়। এ সময় শতাধিক নতুন সদস্যের মধ্যে ছয়জন হিন্দু সম্প্রদায়ের ব্যক্তি এই দলের সদস্য ফরম পুরন করে জমা দেন। তারা হলেন, ওই এলাকার রঞ্জিত সরকার, সজীব, সঞ্জীব, গোপাল দাস, মিলন দাস ও পরিমল হালদার। তারা সেলুন ব্যবসাসহ নানা পেশায় জড়িত। তবে তারা এর আগে অন্য কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না। একটি ইসলামী দলে হিন্দু ধর্মাবলম্বীরা যোগ দেয়ায় বিষয়টি কৌতুহলের সৃষ্টি করে। অবশ্য ইসলামী আন্দালনের সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের জেলা সভাপতি এইচ এম সানাউলস্নাহ বলেন, অন্য ধর্মাবলম্বীদের এ দলে যোগদান এটা নতুন কিছু নয়। তবে সম্প্রতি ছাত্র অভু্যত্থানের পর ভিন্ন ধর্মাবলম্বীদের বাড়িঘর, মন্দির, গির্জা রক্ষাসহ তাদের নিরাপত্তায় ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের ভূমিকায় মুগ্ধ এসব ধর্মের মানুষ। যার কারণেই এখন অধিক হারে হিন্দুসহ অন্যান্য ধর্মের মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সমর্থন জানিয়ে যোগ দিচ্ছেন। আরেক প্রশ্নের জবাবে সানাউলস্নাহ বলেন, দেশের শান্তি ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল, ধর্ম, শ্রেণী, বর্ণ নির্বিশেষে সকলেই এই ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করতে পারেন। সদস্য সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ গারুড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খান, অর্থসম্পাদক মাওলানা মুহা: মহিব্বুলস্নাহ মহিব, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গারুড়িয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মুহা: মিরন হাওলাদার প্রমুখ।