গাজীপুরে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার
প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে শ্রীপুরে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির দুই নেতাকে বহিষ্কার করেছে গাজীপুর জেলা বিএনপি।
বৃহস্পতিবার গাজীপুর জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক স্বাক্ষরিত পৃথক পত্রের মাধ্যমে এতথ্য জানানো হয়েছে। এ ছাড়াও শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বিএনপির দুই নেতাকে বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন।
বহিষ্কৃত বিএনপির নেতা মো. মশিউর রহমান নয়েছ শ্রীপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি, এমএ গণি মৈশাল শ্রীপুর উপজেলা বিএনপির কৃষিবিষয়ক সম্পাদক ও গাজীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক।
পত্রে জানানো হয়েছে, গাজীপুর জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, দলীয় শৃঙ্খলাভঙ্গ, সংগটন বিরোধী কার্যকলাপের সুস্পষ্ট প্রমাণ থাকায় তাদের দলীয়পদসহ সকল পদ থেকে অব্যাহতি দেয়া হল।
শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান ফকির বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাদের দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কি কারণে দল তাদের অব্যাহতি দিয়েছেন তা তার জানা নেই বলে জানান।