সাতকানিয়ায় আদালতে নিষেধাজ্ঞা অমান্য করে জায়গা দখল প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের লাল মিয়া জমাদার পাড়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য ও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জোরপূর্বক জায়গা দখল করে বসতঘর নির্মাণের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। প্রথমে জোরপূর্বক জায়গাটি দখলে নিয়ে দেয়াল ভেঙে ফেলা হয়। পরে ভুক্তভোগীকে ওই জায়গা থেকে বিতাড়িত করেছে প্রতিপক্ষ। এ বিষয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে কোনোরূপ প্রতিকার না পাওয়ায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। শুক্রবার সাতকানিয়া পৌরসভা এলাকার একটি রেস্টুরেন্টে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। ভুক্তভোগী নুর আয়েশার পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন তার কন্যা মরজিনা সুলতানা। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্যদের মধ্যে আরও ছিলেন নুর আয়েশা, কামরুন্নেসা আক্তার, আনিছুর রহমান সাকিব ও জুনাইদুল ইসলাম।