পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের অপসারণের এক দফা দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা ২৩তম দিনেও ক্লাস বর্জন করেছে। ফলে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ৭৫০ শিক্ষার্থীর ভবিষ্যৎ অন্ধকার। এদিকে গত ৫ আগস্ট থেকে ওই প্রধান শিক্ষক পলাতক রয়েছেন।
জানা গেছে, সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের পদত্যাগ দাবিতে ২৩ দিন সব শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক মানববন্ধন, বিক্ষোভ-মিছিল, প্রধান শিক্ষকের বাড়ি ঘেরাও, উপজেলা পরিষদ চত্বরে অনশন এবং বিক্ষুব্ধ শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ও অবরুদ্ধ করে রাখে।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিজয় কুমার দেবনাথের কাছে জানতে তার কার্যালয়ে গেলে তিনি অনুপস্থিত ছিলেন। মোবাইলে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।
উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম বলেন, 'শিক্ষক ও ছাত্রছাত্রীদের অভিযোগ পেয়েছি। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অভিযোগ আমিও শুনেছি। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। নির্দেশনা এলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।'