রামপালে পর্নোগ্রাফি আইনে মামলা করায় বাদীকে হুমকি

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
রামপালে পর্নোগ্রাফি আইনে মামলা করায় বাদীকে হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছেন ভুক্তভোগী হাসিবুর রহমানসহ তার পরিবার। জানা গেছে, রামপাল সদরের ওড়াবুনিয়া গ্রামের গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে কতিপয় সন্ত্রাসী। চাঁদা না পেয়ে হুমকি দিয়ে গৃহবধূকে বস্নাকমেইল করে, অশ্লীল ছবি করে তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছেড়ে দেয়। এ ঘটনার অভিযোগে পর্নোগ্রাফি আইনে বাগেরহাটের আমলি আদালতে বাদী ৫ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। রামপাল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে সদরের মালেক শেখের ছেলে প্রধান আসামি হাসান শেখ (৩৫)-কে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। তারা জানান, বিগত সময়ে বিভিন্ন হয়রানিমূ্‌লক মামলা করলেও পুলিশ তদন্তে তা মিথ্যা প্রমাণিত হয়। নতুন করে আরও মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি করছে। তিনি বাগেরহাট জেলা পুলিশ সুপার ও রামপাল থানা পুলিশের নিরাপত্তা দাবি করেছেন।