তিন জেলায় ৩ জনের অপমৃতু্য

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে ২ শিশুর মৃতু্য

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে দুই স্কুল শিক্ষার্থীর মৃতু্য হয়েছে। এছাড়াও বিদু্যৎপৃষ্ট হয়ে, পানিতে ডুবে ও আত্মহত্যার ঘটনায় তিন জেলার আরও তিনজনের মৃতু্য হয়েছে। ঠাকুরগাঁও প্রতিনিধি জানান, ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে মৃতু্য হয়েছে আদিত্য ও জান্নাত নামের দুই স্কুল শিক্ষার্থীর। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। তার বয়স ১২ বছর। পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ত। অন্যদিকে ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সি আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ ছোবল দেয়। এ সময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রম্নত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করার পরামর্শ দেন কর্তব্যরত চিকিৎসক। দিনাজপুর মেডিকেলে নেওয়ার পথেই মারা যায় সে। এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন দুই শিক্ষার্থীর মৃতু্যর খবর নিশ্চিত করেন। তিনি বলেন, এমন অনাকাঙ্ক্ষিত মৃতু্য কাম্য নয়। শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চার্জ দিতে গিয়ে বিদু্যতায়িত হয়ে তোফাজ্জল হোসেন নামে এক চালকের মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত তোফাজ্জল হোসেন (৩৫) উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের রুহুল আমিনের ছেলে। গোসিঙ্গা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড সদস্য ফারুক হোসেন বলেন, সারাদিন রিকশা চালানো শেষে বাসায় ফিরে পাশের গ্যারেজে অটোরিকশা চার্জ দিতে যায় তোফাজ্জল হোসেন। এ সময় অসাবধানতায় বৈদু্যতিক তারের লিকেজ থেকে বিদু্যৎস্পৃষ্ট হন তিনি। স্থানীয়দের সহযোগিতায় স্বজনেরা বিদু্যৎ সংযোগ বন্ধ করে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শারমিন সুলতানা বলেন, তোফাজ্জল হোসেন নামে এক ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে তার স্বজনরা। পরবর্তীতে পুলিশে ফোন দেওয়া হয়। শ্রীপুর থানার ওসি এসএম সোহেল রানা যায়যায়দিনকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। লাশ উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পরে নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলায় পানিতে ডুবে আয়েশা (৩) নামে এক শিশুর মৃতু্য হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের সত্রহাজারি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত শিশু উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের সৈয়দ বিলস্নাল আলীর কন্যা। পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে বাড়ির উঠানে খেলছিল আয়েশা। এ সময় তার মা ও অন্যান্য লোকজন বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। পরে তাকে দেখতে না পেয়ে বাড়ির লোকজন খুঁজতে থাকে। একপর্যায়ে বাড়ির পাশেই থাকা ডোবাতে আয়েশাকে ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যায়। পরে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি জানান, পটুয়াখালীর রাঙ্গাবালীতে ৬২ বছরের এক বৃদ্ধের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার চরমোন্তাজ ইউনিয়নের বাইলাবুনিয়া গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক পাওয়া তথ্যমতে, মানসিক সমস্যা ও পারিবারিক কলহের কারণে আত্মহত্যা করতে পারে। নিহত মফিজুল ইসলাম হাওলাদার ওই গ্রামের মৃত মুনসুর হাওলাদারের ছেলে। পেশায় মফিজুল দিনমজুর ছিলেন। স্থানীয়রা জানান, স্ত্রী এবং সন্তানসহ পাঁচ সদস্যের সংসার ছিল মফিজুলের। পুলিশ জানায়, শুক্রবার দুপুরে বাড়িসংলগ্ন বনায়নের একটি গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মফিজুলের মৃতদেহ দেখতে পায় পরিবারের লোকজন ও এলাকাবাসী। তাদের ধারণা- সবার অগোচরে গলায় ফাঁস দিয়ে তিনি আত্মহত্যা করেছেন। এ ব্যাপারে উপজেলার চরমোন্তাজ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নাজমুল হাসান বলেন, প্রাথমিক তথ্যমতে দেড় বছর ধরে তার মানসিক সমস্যা ছিল। লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হচ্ছে।