'কেউ সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে ছাড় দেওয়া হবে না'

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
মানিকগঞ্জের হরিরামপুরে এক পথ সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত -যাযাদি
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, সাবেক সদস্য সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত বলেছেন, 'আমাদের দলের কেউ চাঁদাবাজি, লুটতরাজ ও সন্ত্রাসী কার্যকলাপ করলে তাকে বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। এ ধরনের কোনো ঘটনা ঘটলে তাকে বেঁধে রেখে আমাদের খবর দেবেন। আমরা সে বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করব।' শুক্রবার মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার চালা ইউনিয়নের সাকুচিয়া গ্রামে উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক নাসির শিকদারের বাবার কুলখানি অনুষ্ঠানে যোগদানকালে উপজেলার দিয়াবাড়ী বাজারে এক পথসভার সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নীরব আহমেদ চুন্নুর সঞ্চালনায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, 'আমরা একটা জুলুম সরকার থেকে সবেমাত্র একমাস হলো বের হয়ে এসেছি। এখনো কিছু করার সময় হয়নি। আপনাদের আরও একটু ধৈর্য ধরতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে ঘোষণা দিয়েছেন, তার সঙ্গে সুর মিলিয়ে বলতে চাই, আপনাদের এখন ধৈর্য ধরে সাধারণ জনগণের সঙ্গে মিশে তাদের ভালোমন্দ দেখতে হবে।' তিনি আরও বলেন, 'আমরা যেন কোনো অবস্থাতেই শুনতে না পাই, কোনো জায়গায় চাঁদাবাজি, সন্ত্রাস ও লুটতরাজ হচ্ছে। এটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। এ ব্যাপারে চুল পরিমাণ কাউকে ছাড় দেওয়া হবে না। সবাইকে বলি শান্তিপূর্ণ অবস্থাতে থাকার। আমাদের সম্পূর্ণ বিজয় এখনো আসেনি। আমরা কেবল একটা ধাপ পার হয়েছি। আমাদের আরও পরবর্তী ধাপ আছে।' এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রধান উপদেষ্টা ইমরানুল হক শাহজাহান, সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা খান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মতিন মোলস্না, সাধারণ সম্পাদক শামীম আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু সাদাত শাহীন মোলস্না, কৃষকদলের আহ্বায়ক সাইমুন চৌধুরী, সদস্য সচিব শিশির আলম, ছাত্রদলের সাবেক সদস্য সচিব আরিফুর রহমান আরিফসহ জেলা উপজেলা ও ইউনিয়ন বিএনপির কয়েকশ নেতাকর্মী।