বরিশালে জোড়া খুনের আসামি গ্রেপ্তার ডাকাতসহ চার জেলা গ্রেপ্তার ১৮

কাশিমপুর কারাগার থেকে পলাতক মৃতু্যদন্ডপ্রাপ্ত ২ আসামি গ্রেপ্তার

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
গাজীপুর কারাগার ভেঙে পালানো মৃতু্যদন্ডপ্রাপ্ত ২ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বরিশালের উজিরপুরের জোড়া খুন মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র?্যাব। এ ছাড়া ডাকাতসহ চার জেলায় আরও ১৮ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার হতে পলাতক তিনজন ফাঁসির আদেশ প্রাপ্ত আসামির মধ্যে দুজনকে নারায়ণগঞ্জের আড়াইহাজার থেকে গ্রেপ্তার করেছের্ যাব-১১। বুধবার উপজেলার পাঁচরুখী বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। \হগ্রেপ্তাররা হলেন, নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার নয়াগাঁও এলাকার সুরুজ মিয়ার ছেলে মোসাদ্দেক ওরফে সাদেক আলী (৩২) এবং একই এলাকার ইউনুস আলীর ছেলে মো. জাকারিয়া (৩২)। র্ যাব জানায়, শেখ হাসিনা সরকারের পতনের পর ৬ আগস্ট বিকালে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের ভেতরে থাকা বন্দিরা বিদ্রোহ করেন। এ সময় তারা কারাগার ভেঙে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং কারারক্ষীদের ওপর চড়াও হন। তারা কারাগারের দক্ষিণ অংশের দেয়াল ভেঙে গর্ত করতে থাকলে তা প্রতিহত করা হয়। একপর্যায়ে কারা অভ্যন্তরের বৈদু্যতিক খুঁটিকে মই হিসেবে ব্যবহার করে পশ্চিম পাশের দেয়াল টপকে ২০৩ জন বন্দি পালিয়ে যান। এ সময় কারারক্ষীদের গুলিতে ছয়জন বন্দি মারা যান। এ ঘটনার পর পলাতক আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারিসহ তদন্ত শুরু করে র?্যাব। বরিশাল অফিস জানান, বরিশালের উজিরপুরের জোড়া খুন মামলার প্রধান আসামি কিবরিয়া হাওলাদারকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র?্যাব। বৃহস্পতিবার রাতে র?্যাব-৮-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেপ্তার কিবরিয়া হাওলাদার (৫০) উজিরপুর উপজেলার পশ্চিম সাতলা এলাকার মৃত আসমত আলী হাওলাদারের ছেলে। র?্যাব জানায়, মাছের ঘের নিয়ে দ্বন্দ্বের জের ধরে গত ২৪ আগস্ট রাতে পশ্চিম সাতলা ২নং ওয়ার্ডের সোহরাব হাওলাদারের ছেলে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস হাওলাদার ও তার চাচাত ভাই সাগর হাওলাদারকে পরিকল্পিতভাবে কুপিয়ে রক্তাক্ত জখম করে একই এলাকার কিবরিয়া হাওলাদার ও তার সহযোগীরা। এ সময় স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে প্রথমে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাতেই ব্যবসায়ী ইদ্রিস হাওলাদার এবং পরের দিন রোববার সকালে সাগর হাওলাদারের মৃতু্য হয়। এ ঘটনায় ২৬ আগস্ট নিহত ইদ্রিস হাওলাদারের স্ত্রী রেশমা বেগম বাদী হয়ে উজিরপুর মডেল থানায় কিবরিয়া হাওলাদার, ইলিয়াস হাওলাদার, ইউপি চেয়ারম্যান শাহীন হাওলাদার, যুবলীগ নেতা আসাদ হাওলাদারসহ ২৬ জন এজাহারভুক্ত ও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে ভুয়া ডিবি পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার বেথুড়ী ইউনিয়নের জোতকুরা গ্রাম থেকে এদের আটক করে স্থানীয় জনতা। শুক্রবার মামলা দায়েরের পর তাদের আদালতের মাধ্যমে গোপালগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে। কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিলস্নুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তাররা হলো ঢাকার সূত্রাপুরের আরিফ হোসেন খান (৩২), সিরাজগঞ্জের উলস্নাপাড়া থানার হাওড়া গ্রামের মাসুদ রানা (৩০), রাজবাড়ীর বালিয়াকান্দি থানার রামদিয়া গ্রামের লিটন মোলস্না (৩৮), ঠাকুরগাঁও জেলার রানীসংকৈল থানার কদমপুর গ্রামের কাজল ইসলাম (৩০), দিনাজপুরের বিরল থানার টেগরা মোকলেছুর গ্রামে ফারুক হোসেন (২৬) ও গোপালগঞ্জ সদর থানার ভোজেরগাতী গ্রামের মামুন সরদার (৩০)। স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা জানান, প্রকাশ্য রাস্তায় চিৎকার চেঁচামেচি ও গালিগালাজ করে জনমনে বিরক্তিকর পরিবেশ সৃষ্টির অভিযোগে চুয়াডাঙ্গার দর্শনায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ৬ উচ্ছৃঙ্খল তরুণকে আটক করে দর্শনা থানায় সোপর্দ করেছে। বৃহস্পতিবার দর্শনা পুরাতন বাজারস্থ তরফদার ক্লিনিকের সামনের সড়কের ওপর থেকে তাদের আটক করা হয়েছে। আটকরা হলো জীবননগরের কাশিপুর গ্রামের মোমিন হোসেন (২৪), দর্শনা ইসলাম বাজারের ফয়সাল আহমেদ (২২), সাকিব হাসান (২০) তাজ (২৩), দর্শনা পৌর এলাকার আসিফ (২১) ও সাব্বির (১৯)। কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার খোয়াজনগর এলাকায় যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে একটি মাদ্রাসায় তলস্নাশির নামে নগদ টাকা লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার খোয়াজনগর এলাকায় আলত্বাফিয়া ইয়াছিনিয়া আল এজাজ ইন্টারন্যাশাল ও এতিমখানা নামের একটি মাদ্রাসায় এ ঘটনা ঘটে। এ সময় আরও পাঁচজন পালিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করেন কর্ণফুলী থানার ওসি জহির হোসেন। আটক ব্যক্তিরা হলো, বাঁশখালী উপজেলার নাপোড়া এলাকার বিদু্যৎ দেব (৩৫), সুহেল আনোয়ার (৪০), কক্সবাজারের পেকুয়া উপজেলার শফিকুল ইসলাম (৪৮) ও চট্টগ্রাম ভুজপুর থানার সুমন কান্তি দে (৪০)। এ সময় তাদের বহনকারী মাইক্রোবাসটি জব্দ করা হয়। কর্ণফুলী থানার ওসি জহির হোসেন জানান, যৌথ বাহিনীর গোয়েন্দা পরিচয়ে তলস্নাশির নামে নগদ টাকা লুণ্ঠন করে পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি জানান, নেত্রকোনার পূর্বধলায় বাথরুমে নারীর গোসল করার দৃশ্য গোপনে মোবাইলে ধারণ করার অভিযোগে সেনা বাহিনীর হাতে দুই টিকটকার আটক হয়েছে। ভুক্তভোগী নারীর অভিযোগের প্রেক্ষিতে সেনাবাহিনীর একটি টিম তাদের আটক করে। আটকরা হলো উপজেলার মেঘশিমুল গ্রামের টিকটকার উজ্জল খান ও তার সহযোগী দ্বীন ইসলাম। পূর্বধলা থানার ওসি তাজুল ইসলাম জানান, নারীর আপত্তিকর দৃশ্য ধারণ করার অভিযোগে ২ জনকে সেনাবাহিনী আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে।