রাতের ভোটে প্রধানমন্ত্রী হতে চান না তারেক রহমান

প্রকাশ | ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীর সেনবাগে বন্যাকবলিত ত্রাণ সামগ্রী বিতরণ করেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক -যাযাদি
অন্তর্বর্তীকালীন সরকারকে অত্যন্ত নিরপেক্ষ সরকার উলেস্নখ করে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, 'এ সরকার যখনই মনে করবে তখনই নির্বাচনের ব্যবস্থা করবে রাজনৌতিক দলের সঙ্গে আলোচনা করে। আমাদের নেতা তারেক রহমান বলেছেন, তিনি চোরা ভোটে, মরা ভোটে, রাতের ভোটে প্রধানমন্ত্রী হতে চান না।' শুক্রবার নোয়াখালীর সেনবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নে যুবদলের উদ্যোগে বন্যাকবলিত অসহায় মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আরও বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনার ছাত্র-জনতার আন্দোলনের মুখে পালিয়ে আশ্রয় নিয়েছে ভারতে। যে ভারত হাসিনাকে ১৬ বছর ক্ষমতায় থাকতে সহযোগিতা করছে, যে ভারত আমাদেরকে বর্ষাকালে বাঁধ খুলে দিয়ে পানিতে ভাসায়, শুকনাকালে বাঁধ আটকে রাখে যাতে পানি না আসতে পারে, আমরা শুকিয়ে মরে যাই।' তিনি আরও বলেন, কেউ কেউ ক্ষমা করলেও শেখ হাসিনা ছাত্রদের বুকের ওপর গুলি করে অসংখ্য ছাত্রকে হত্যা করেছে তাকে বাংলাদেশের জনগণ ক্ষমা করবে না।