পাঁচ জেলায় সড়ক দুর্ঘটনায় পাঁচজনের মৃতু্য হয়েছে। টাঙ্গাইলের কালিহাতী, গাজীপুর, ঝালকাঠি, গোপালগঞ্জের কাশিয়ানী ও গাইবান্ধার গোবিন্দগঞ্জে এসব মৃতু্যর ঘটনা ঘটে। আঞ্চলিক স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল জানান, বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার পৌলি নাপমক স্থানে বৃহস্পতিবার দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে অন্য একটি কাভার্ডভ্যান ধাক্কা দেওয়ায় হেলপার নিহত ও চালক আহত হয়েছেন। হতাহতরা ধাক্কা দেওয়া কাভার্ডভ্যানের চালক ও হেলপার। তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে মহাসড়কের পৌলি এলাকায় দাঁড়িয়ে থাকা বড় একটি কাভার্ডভ্যানের পেছনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অপর একটি কাভার্ডভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের হেলপার নিহত হন। এ সময় একই গাড়ির চালক আহত হন।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সাকিব জানান, দুর্ঘটনাকবলিত দুটি কাভার্ডভ্যান ও নিহতদের মরদেহ উদ্ধার করে এলেঙ্গা পুলিশ ফাঁড়িতে নেওয়া হয়েছে।
গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুরে ড্রাম ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান হেলপারের অজ্ঞাত (২৫) মৃতু্য হয়েছে। এ ঘটনায় আরও তিন আহত হয়েছেন।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভাওয়াল উদ্যানের সামনে পিকআপ ভ্যান ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনায় একজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। নিহতের লাশ গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
গাজীপুর সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠিয়েছে। আটক করা হয়েছে গাড়ি দুটি। সিসি ক্যামেরা দেখে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ঝালকাঠি প্রতিনিধি জানান, ঝালকাঠির নলছিটি উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় মোহাম্মদ সরোয়ার খান (৪২) নামে এক পথচারী নিহত হয়েছেন। গত বুধবার রাতে বরিশাল-ঝালকাঠি মহাসড়কে উপজেলার মগর ইউনিয়নের বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সরোয়ার খান পূর্ব রায়াপুর এলাকার মৃত আব্দুর রশিদ খানের ছেলে। তিনি বিভিন্ন স্থান থেকে শাক সংগ্রহ করে সেগুলো বিক্রি করতেন।
জানা গেছে, রাতে রাস্তা দিয়ে হাঁটছিলেন সরোয়ার খান। এ সময় একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি জানান, গোপালগঞ্জের কাশিয়ানীতে বাসের ধাক্কায় কানাই বিশ্বাস (৩০) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। তিনি উপজেলার তারাইল গ্রামের পূর্নেন্দু বিশ্বাসের ছেলে এবং ফরিদপুর জেলার সদরপুরে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করেন। তিনি তার কর্মস্থল থেকে গ্রামের বাড়ি যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার উপ-পরিদর্শক তুষার মৃধা বলেন, বৃহস্পতিবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের চাপতা মাদ্রাসার কাছে ঢাকা থেকে খুলনাগামী অজ্ঞাত বাসের ধাক্কায় কানাই বিশ্বাস মারাত্মক আহত হন। স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পাথরবোঝাই ট্রাককে অপর একটি বালুবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক নিহত ও হেলপার আহত হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের কোমপরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ট্রাক চালক সজিব মিয়া (২৫) গাইবান্ধার সাদুলস্নাপুর উপজেলার দৌলতপুর গ্রামের মৃত রায়হান মিয়ার ছেলে। আহত ট্রাকের হেলপার শাহাদত মিয়া আশঙ্কাজনক অবস্থায় পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি শরিফুল ইসলাম জানান, বগুড়াগামী পাথরবোঝাই একটি ট্রাক বিকল হয়ে রাস্তায় দাঁড়িয়ে ছিল। একই দিকে যাওয়ার সময় বালুবোঝাই ট্রাক এসে বিকল ট্রাকের পেছনে ধাক্কা দিলে বালুবোঝাই ট্রাকের চালক ঘটনাস্থলেই মারা যান।
কেন্দুয়ায় শিক্ষকের ওপর হামলা
ও লুটপাটের অভিযোগ
ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার কেন্দুয়ায় বাড়ির সীমানা ও ঘর তোলাকে কেন্দ্র করে শিক্ষকের ওপর হামলা, জখম, শ্লীলতাহানি ও লুটপাটের ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার রাতে রেনুয়ারা বেগম (৫০) বাদী হয়ে তাইতুল ইসলাম (৫৫), তরিকুল ইসলাম (৩৫), তানিয়া আক্তার (২৭) ও সোনিয়া আক্তারকে (২৫) আসামি করে এ এজাহার দায়ের করেন।
এতে উলেস্নখ করা হয়, গত ২ সেপ্টেম্বর সকালে মিস্ত্রি দিয়ে বাদীর নিজ বাড়িতে থাকার ও গোয়ালঘর তৈরি করতে গেলে বিবাদীরা মিস্ত্রি তুলা মিয়ার ওপর চড়াও হয়। এ সময় রেনুয়ারা বেগম বাধা দিতে গেলে বিবাদীরা রড দিয়ে উপর্যুপরি আঘাত করে ও শ্লীলতাহানি করে। এরপর রেনুয়ারা বেগমের মেয়ে রোম্পা, স্বামী রফিকুল ইসলাম ও ওয়াহাব তাকে উদ্ধার করতে এলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করে গুরুতর আহত করে।
অভিযুক্ত তানিয়া আক্তার বলেন, 'দরবারের সিদ্ধান্ত না মেনে ঘর তুলতে গেলে আমরা বাধা দিতে যাওয়ায় আমাদের ওপর চড়াও হয় ওরা। এতে আমাদের অনেকেই আহত হন।'
কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ মুঠোফোনে জানান, 'অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।'