হত্যা মামলায় দুই জেলায় গ্রেপ্তার ২
সৈয়দপুরে সমন্বয়ক পরিচয়ধারী তিনজন ফেনসিডিলসহ আটক
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে ছাত্র-আন্দোলনের সমন্বয়ক পরিচয়দানকারী তিন যুবককে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। এদিকে, হবিগঞ্জে ছাত্র-আন্দোলনে শ্রমিক হত্যা মামলার আসামি ও নেত্রকোনার কেন্দুয়ায় সাবেক পৌর মেয়র গ্রেপ্তারসহ দুইজন গ্রেপ্তার হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে বৈষম্যবিরোধী ছাত্র-সমাজের সমন্বয়ক পরিচয়দানকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন তারণ্যের অঙ্গীকারের সভাপতিসহ তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনসাধারণ। গত মঙ্গলবার মধ্যরাতে শহরের নিমবাগান এলাকা থেকে ৫ বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। আটকরা হলেন- ওই এলাকার মর্তুজার ছেলে বৈষম্যবিরোধী ছাত্রসমাজের সমন্বয়ক পরিচয়দানকারী রায়েয়াতুজ্জান রিফাত (১৯), তার খালাতো ভাই একই এলাকার মো. তানভীরের ছেলে আসাদ (২৮) ও ইরফান রাব্বি (২৪)।
প্রত্যক্ষদর্শীরা জানান, আটকরা শিক্ষার্থীদের নাম ভাঙিয়ে অনেক অপকর্মের সঙ্গে জড়িত। দীর্ঘদিন থেকে তারা মাদক ব্যবসা করে আসছে। সমন্বয়ক দাবি করা রিফাত ও রাব্বি মূলত মাদককারবারি। শিক্ষার্থী ও এলাকাবাসী এর প্রতিবাদ করলে নিজেকে সমন্বয়ক দাবি করে বিভিন্ন হুমকি ও মামলা মোকদ্দমার ভয় দেখাত তারা। ঘটনার দিন মোটর সাইকেলে বিশেষ কায়দায় রাখা ৫ বোতল ফেনসিডিলসহ এলাকাবাসী তাদের আটক করে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সৈয়দপুর থানার ওসি (তদন্ত) আখতার হোসেন জানান, আটকদের বিরুদ্ধে মাদক আইনে মামলার পর বুধবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে ছাত্র-জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মোস্তাক মিয়া নিহত হওয়ার ঘটনায় এক আসামিকে গ্রেপ্তার আটক করেছের্ যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্(যাব)। গত বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার কাশেম মিয়া (২৭) জেলার বানিয়াচং উপজেলায় পাতারিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।
বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেনর্ যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মশিহুর রহমান সোহেল। মোস্তাক মিয়া হত্যা মামলার এজাহার নামীয় ৪৭ নম্বর আসামি কাশেম।
কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি জানান, কেন্দুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার সাবেক মেয়র আসাদুল হক ভূঁইয়াকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবারর্ যাবের একটি দল ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে কেন্দুয়া থানা পুলিশের হাতে হস্তান্তর করেছে। এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, ধৃত আসাদুল হক ভূঁইয়া কেন্দুয়া থানায় দায়েরকৃত দুই মামলার আসামি। ঢাকা থেকে র?্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। বৃহস্পতিবার তাকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে নেত্রকোনা আদালতে সোপর্দ করা হয়।