নাটোরের লালপুরে ভূমি জরিপে (বিডিএস) ব্যাপক ঘুষ এবং দুর্নীতির অভিযোগে হাসিবুল ইসলাম ও জাহিদুল ইসলাম নামের দুই সার্বেয়ারকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান।
জানা যায়, এ বছর জানুয়ারি মাসে উপজেলার ২নং ঈশ্বরদী ইউনিয়নের ১৪৪নং নুরুলস্নাপুর মৌজায় দিয়ারা ভূমি জরিপে আসে সেটেলমেন্ট অফিসের জরিপ দল। জরিপ কাজের জন্য তারা স্থানীয় কিছু দালালের মাধ্যমে খতিয়ান প্রতি ৫ থেকে ৭ হাজার করে টাকা দাবি করে। যারা টাকা দিতে পারছে না তাদের জরিপে নানা অসঙ্গতি সৃষ্টি করছে। এরই প্রতিবাদে ও জরিপ বন্ধে গত ২২ আগস্ট অতিরিক্ত জেলা প্রশাসক, লালপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা সহকারী কমিশনার ভূমি বরাবরে লিখিত আবেদন করেন ভুক্তভোগীরা।
এ বিষয়ে দিয়ারা সেটেলমেন্ট অফিস রাজশাহী সার্কেল অফিসার আতিয়ার রহমান জানান, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত করে দেখা হবে তবে তাদেরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।