নলছিটিতে বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কারের দাবি
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নলছিটি (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির নলছিটি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম গাজীর নামে অপপ্রচার করার অভিযোগে কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাকিল হাওলাদারকে দল থেকে বহিষ্কারের দাবি জানিয়েছেন স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার সকালে নলছিটি প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি জানান কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন খান।
তিনি বলেন, নলছিটি উপজেলা বিএনপিকে সুসংগঠিত করে রেখেছেন সাধারণ সম্পাদক সেলিম গাজী। অথচ তার বিরুদ্ধে একজন ইউনিয়ন বিএনপি নেতা হয়ে শাকিল হাওলাদার অপপ্রচার চালাচ্ছেন। শাকিলকে আওয়ামী লীগের দালাল বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কুশঙ্গল ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. সরোয়ার হোসেন খান। তিনি অভিযোগ করেন, শাকিল হাওলাদার আওয়ামী লীগের দুঃশাসনের সময় বিএনপির পদ পেয়েও নিষ্ক্রিয় ছিলেন। সম্প্রতি অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী তছলিম উদ্দিন চৌধুরীর সঙ্গে প্রচারণায় সরব ছিলেন। তাকে দল থেকে বহিষ্কারের দাবি জানান তারা।