বশেমুরকৃবির ভারপ্রাপ্ত ভিসির সঙ্গে শিক্ষক কর্মকর্তাদের মতবিনিময়
প্রকাশ | ০৬ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাজীপুর প্রতিনিধি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম দ্রম্নত চালু করার লক্ষ্যে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সঙ্গে মতবিনিময় করেছেন ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর ড. জি. কে. এম. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের পুরাতন অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার শফিকুল ইসলাম খান, আবদুলস্নাহ মৃধাসহ সংশ্লিষ্টরা সবাই উপস্থিত ছিলেন। মতবিনিময়কালে অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, 'এটি একটি আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয়, সুতরাং এর মান অক্ষুণ্ন রাখতে প্রত্যেকের আন্তরিক সহযোগিতা একান্ত প্রয়োজন।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া সবার কথা স্মরণ করে তিনি বলেন, 'শহীদদের রক্তের মাধ্যমে অর্জিত এ নতুন স্বাধীনতা দৃঢ় রাখতে প্রত্যেকেই সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।'
বিগত ২ মাসে যে ক্ষতি সাধিত হয়েছে তা আর দীর্ঘায়িত না করে দ্রম্নততার সঙ্গে সব কার্যক্রম স্বাভাবিককরণের জন্য সবার প্রতি উদাত্ত আহ্বান জানান এ অধ্যাপক।
উলেস্নখ্য, গত ৪ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্ব নেওয়ার পর প্রথম মতবিনিময় সভা এটি।