কোটা আন্দোলনে নিহতদের স্মরণে এবং গণঅভু্যত্থানের মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতনের এক মাস পূর্ণ হওয়ায় 'শহীদী মার্চ' কর্মসূচি পালিত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে বৃহস্পতিবার এ কর্মসূচি পালন করা হয়। আঞ্চলিক বু্যরো প্রধান, স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
চট্টগ্রাম বু্যরো জানায়, চট্টগ্রাম নগরের ষোলশহর স্টেশনে এ কর্মসূচি পালন করেন ছাত্র-জনতা। 'বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন'র চট্টগ্রামের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদের নেতৃত্বে এ কর্মসূচি পালিত হয়। এতে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এবং এর আওতাধীন কলেজের শিক্ষার্থীসহ ছাত্রজনতা।
মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, 'একমাস আগে শেখ হাসিনার পতন ঘটিয়ে স্বৈরাচারমুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা। এই যেন এক নতুন স্বাধীনতা। এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদের হাজারও ছাত্র-জনতাকে জীবন দিতে হয়েছে। হাজার হাজার শিক্ষার্থী ও মানুষ আহত হয়েছেন। এই স্বাধীনতা অর্জনে সব শহীদ ও আহতদের শ্রদ্ধাভরে স্মরণ করছি।'
স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া জানান, বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের লোকনাথ উদ্যানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদি মার্চের এ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তব্য রাখেন শিক্ষার্থী আল-মামুন, দুর্জয় মাহমুদ, রেহেনা বুশরা, মুনিয়া, রিয়াদুল ইসলাম, আবু বাশার সানি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক গাজী মো. নিয়াজুল করিম প্রমুখ।
স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার জানান, মৌলভীবাজারে দুপুর সোয়া ১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলের আগে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা মারুফ আল হামিদ, এমএ চৌধুরী শাহান, আব্দুস সালাম, মঞ্জুর আহমেদ প্রমুখ। উপস্থিত ছিলেন ছাত্রনেতা সাইফ উদ্দিন, সাফওয়ান জাহান চৌধুরী, আব্দুলস্নাহ আল হোসাইন, মাসনুন আল আমিন, ফাহাদ আলম, রুহেল আহমদ প্রমুখ।
মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি জানান, খাগড়াছড়ির মানিকছড়িতে সকাল সাড়ে ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে শহীদী মার্চে অংশ নিতে শিক্ষক-শিক্ষার্থীরা উপজেলার আমতল মোড়ে উপস্থিত হয়। পরে উপজেলা পরিষদ চত্তরে গিয়ে শহীদদের স্মরণে সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন শেষে মূছা মিয়ার সঞ্চালনায় পথসভায় বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক এসএম জাহাঙ্গীর আলম, শিক্ষক ওবায়দুল হক, মমতাজ উদ্দিন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ নেতা মোকতাদের হোসেন, কলেজ ছাত্রদল নেতা রাকিব হোসেন।
নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় 'শহীদি মার্চ' কর্মসূচি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নকলার আয়োজনে উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ গ্রহণ করে।