শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

সেশন অনুষ্ঠিত

ম বাগেরহাট প্রতিনিধি

'মনকে বুঝি ভালো থাকি' এই বিষয়কে সামনে রেখে বাগেরহাটের চিতলমারী উপজেলার পলস্নীতে স্বপ্ন সারথি কিশোরীদের নিয়ে তাদের জীবন দক্ষতা বিষয়ে একটি সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার কুড়ালতলা গ্রামে এ সেশনে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আসমত হোসেন। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সোহেল পারভেজ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. হাফিজুর রহমান। এ সময় ছিলেন জেলা সমন্বয়ক এস এম ইদ্রীস আলম, কর্মসূচির সিনিয়র অফিসার টেকনিক্যাল মো. ইসমাইল হোসেন ও সেলপ'র জেলা ব্যবস্থাপক পলাশ হালদার প্রমুখ।

সড়ক মেরামত

ম সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়নের একটি গ্রামীণ সড়ক স্বেচ্ছাশ্রমে মেরামত করে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঞ্চনা ইউনিয়ন শাখার নেতাকর্মীরা। কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহেরের নেতৃত্বে ১ ও ২ নম্বর ওয়ার্ডের সব দায়িত্বশীলদের সহযোগিতায় কাঞ্চনা ইউনিয়ন শাখার একাধিক নেতাকর্মীদের অংশগ্রহণে সড়কটি মেরামতের কাজ সম্পন্ন করেছেন। কাঞ্চনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের এই মহতী উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এই সড়কের সুফলভোগী কাঞ্চনা ইউনিয়নের সাধারণ মানুষ।

হুইল চেয়ার বিতরণ

ম ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের মধ্যে হইল চেয়ার ও চিকিৎসার জন্য নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বুধবার পিইডিপি-৪-এর অর্থায়নে বিশেষ চাহিদা সম্পন্ন ৪ জন শিশুশিক্ষার্থীকে হুইল চেয়ার ও ২জন শিক্ষার্থীকে চিকিৎসার জন্য নগদ অর্থ দেওয়া হয়। ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এসব সামগ্রী ও অর্থ তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মৌলি মন্ডল। এ সময় ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা আফতাবুল ইসলাম, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মাহবুবুর রহমান, ওয়ালি উলস্নাহ প্রমুখ।

তলব সভা অনুষ্ঠিত

ম শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি

শিবগঞ্জ উপজেলা চালকল মালিক সমিতির আয়োজনে জরুরি তলব সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা মুক্তিযোদ্ধা কমপেস্নক্স সভাকক্ষে আলমগীর হোসেন ভান্ডারীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা চালকল মালিক সমিতির সভাপতি এটিএম আমিনুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন রোমা অটো রাইস মিলের ব্যবস্থাপনা পরিচালক অধ্যক্ষ মীর শাহে আলম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পরিতোষ কুমার কুন্ডু, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আব্দুস ছাত্তার, ব্যবসায়ী রবিউল আলম, আলহাজ কাজী মোনায়েম হোসেন, সাইদুর রহমান, মোখছেদুর রহমান, শফিকুল ইসলাম, জহুরুল ইসলাম আব্দুল হান্নান।

সমাবেশ অনুষ্ঠিত

ম মাধবদী (নরসিংদী) প্রতিনিধি

নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে মাধবদী এসপি স্কুল মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম। গণসমাবেশে সভাপতিত্ব করেন মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি কারি আবুল কাশেম। মাধবদী থানা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। এ সময় আরও ছিলেন জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করীম আবরার, শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান. ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সভাপতি আশরাফ হোসেন ভূঁইয়া।

সভা অনুষ্ঠিত

ম ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহ পলস্নী বিদু্যৎ সমিতি-২-এর সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনদের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের ১ম প্রান্তিকের সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে পবিস-২ কার্যালয়ের হলরুমে পরিচালক জনসংযোগ অধিদপ্তর মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও জেনারেল ম্যানেজার পবিস-২ মো. আকমল হুসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার আলীনূর খান। এ সময় ছিলেন এম এস মো. মোস্তাফিজুর রহমান, এ জিএম (অর্থ) মো. আব্দুল হান্নান।

খাবার বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে সায়েরা সুলতান ফাউন্ডেশনের উদ্যোগে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে। বুধবার সকালে উপজেলার পোমগাঁওস্থ আল-জুলফিকার টেকনিক্যাল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট প্রাঙ্গণে এ সময় ছিলেন মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. কামাল হোসেন বুলু, বিশিষ্ট সমাজসেবক আব্দুল মোমিন মোলস্না।

বসতঘরে আগুন

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

সবেমাত্র বন্যার পানি নামা শুরু হয়েছে ঘর থেকে। এর মধ্যেই অগ্নিকান্ডে পুড়ে গেছে দুটি পরিবারের বসতঘর ও গোয়ালঘরসহ ৩টি ঘর। কুমিলস্নার মনোহরগঞ্জে খিলা ইউপির পশ্চিম বাতাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত আলমগীর হোসেন ও মো. হোসাইন তারা দুই ভাই এক ঘরেই বসবাস করতেন। মঙ্গলবার সন্ধ্যায় মনোহরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার উজালা রানী চাকমা ঘটনাস্থল পরিদর্শন করেন ও ক্ষতিগ্রস্ত দুই পরিবারের পাশে দাঁড়িয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নগদ ১৫ হাজার টাকা আর্থিক সহায়তা ও শুকনো খাবার, শিশু খাদ্যসহ প্রয়োজনীয় জিনিসপত্র সহায়তা করেন।

শুভেচ্ছা জ্ঞাপন

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে নবযোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলামকে উপজেলা অফিসার্স ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়েছে। বুধবার সকালে অফিসার্স ক্লাবের সদস্যরা এ শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, পূর্বাচল সহকারী কমিশনার (ভূমি) উবায়দুর রহমান সাহেল, রূপগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি এমএ মোমেন, উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন, সহকারী প্রকৌশলী আশরাফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল হাসান, প্রাণিসম্পদ কর্মকর্তা রিগ্যান মোলস্না, উপজেলা উপসহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা আয়েশা খাতুন।

সার বিতরণ

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

'সোনালি আঁশের সোনার দেশ, পরিবেশ বান্ধব বাংলাদেশ' এই প্রতিপাদ্যে শেরপুরের নকলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাটচাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে উপজেলা পাট অফিসের সামনে এসব পাট বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিন। এ সময় ছিলেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মো. আইয়ুব আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহরিয়া মোরসালীন মেহেদী, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হোরায়রা, উপজেলা উপসহকারী পাট উন্নয়ন কর্মকর্তা তাহমিনা ইয়াসমীন।

কর্মশালা অনুষ্ঠিত

ম শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জে জার্মান সরকারের অর্থায়নে, পলস্নী কর্ম-সহায়ক ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়নাধীন ঈষরসধঃব-ৎবংরষরবহঃ ওহভৎধংঃৎঁপঃঁৎব ভড়ৎ ঝঁংঃধরহধনষব ঈড়সসঁহরঃু খরভব রহ ঞযব ঐধড়ৎ জবমরড়হ ড়ভ ইধহমষধফবংয-এর প্রকল্পের আয়োজনে, বাংলাদেশের হাওড় অঞ্চলে টেকসই জনগোষ্ঠীর জীবনের জন্য জলবায়ু-স্থিতিস্থাপক অবকাঠামো বিষয়ক 'স্টেকহোল্ডার পরামর্শ কর্মশালা' অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী শান্তিগঞ্জ উপজেলার এফভিডিবির ট্রেনিং সেন্টারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কর্মশালায় এফআইভিডিবির নির্বাহী পরিচালক বজলে মোস্তফা রাজীর'র সভাপতিত্বে বক্তব্য রাখেন পিকেএসএফ'র মহাব্যবস্থাপক (পরিবেশ ও জলবায়ু পরিবর্তন) ড. একেএম নুরুজ্জামান, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হোসাইন আল-মুজাহিদ।

চেক প্রদান

ম রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) পলস্নী কর্মসংস্থান ও সড়ক রক্ষণাবেক্ষণ কর্মসূচি-৩-এর আওতায় শীর্ষক প্রকল্পের নারীকর্মীদের সঞ্চয়কৃত সমুদয় অর্থের চেক ও সনদ প্রদান অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রকৌশলী আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রকৌশলী মেহমুদ মুরশেদ উল-আল-আমিন। সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা নির্বাহী মো. আহসানুজ্জামান, উপজেলা নির্বাহী অফিসার আহসান মাহমুদ রাসেল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিমন সরকার, রূপগঞ্জ পূর্বাচল রাজস্ব সার্কেল এসিল্যান্ড ওবায়দুর রহমান সাহেল, উপজেলা প্রকৌশলীর দপ্তরের কর্মকর্তা-কর্মচারী আশরাফুল ইসলাম।

মতবিনিময় সভা

ম তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের তাড়াশে নবাগত ওসি মো. আসলাম হোসেনের সঙ্গে তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার তাড়াশ রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সভাপতি মির্জা ফারুক আহমেদের সভাপতিত্বে সভায় ছিলেন রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি আব্দুল বারী খন্দকার, জয়েন্ট সেক্রেটারি সাগর আহামেদ, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সাহিত্য ও প্রচার সম্পাদ সোহেল রানাসহ সব সদস্য।

কীটনাশক বিতরণ

ম ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে পাটচাষিদের মধ্যে বিনামূল্যে পাট বীজ, সার ও কীটনাশক বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতায় পাট অধিদপ্তরের বাস্তবায়নে উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ চত্বরে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডোমার উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। এসময় ছিলেন বামুনিয়া ইউপি চেয়ারম্যান মমিনুর রহমান, পাট অফিসার রেজাউল করিম প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে