বন্যাকবলিত ছয় শতাধিক পরিবারের পাশে ইবি শিক্ষার্থীরা

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

ইবি প্রতিনিধি
বন্যাকবলিত অঞ্চলের মানুষের পাশে দাঁড়াতে দ্বিতীয় দফায় ছয় শতাধিক পরিবারকে ত্রাণসামগ্রী প্রদান করবেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে ক্যাম্পাসের পৃথক দুটি বাসযোগে নোয়াখালী ও লক্ষ্ণীপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন তারা। এর আগে প্রায় ৭ লাখ ৬০ হাজার টাকা সমমূল্যের ত্রাণসামগ্রী সহস্রাধিক পরিবারকে উপহার দেন শিক্ষার্থীরা। জানা যায়, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এই ত্রাণ সংগ্রহ কার্যক্রমে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের লালন শাহ হল, অ্যালামনাই ও খুলনা ইবিয়ানসহ বিভিন্ন বিভাগ অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া শিক্ষার্থীরা কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরের বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করেন। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইসলামী বিশ্ববিদ্যালয়ের তদারকিতে প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে টিএসসিসির ১১৬ নং কক্ষে প্যাকেটিংয়ের কাজ শুরু করেন শিক্ষার্থীরা। টানা কয়েক দিন থেকে কর্মযজ্ঞের পর মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের বাসযোগে খাদ্য সামগ্রী নিয়ে লক্ষ্ণীপুরের উদ্দেশে যাত্রা শুরু করেন শিক্ষার্থীরা?