সাঘাটায় সুইট-সুজা বাহিনীর গ্রেপ্তার দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার সদর সাঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সুইট ও তার ভাই সুজার নানা অভিযোগ এনে তাদের গ্রেপ্তারের দাবিতে সাংবাদিক সম্মেলন করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে সাংবাদিক সম্মেলনে সাবেক ইউপি চেয়ারম্যান আরশাদ আজিজ রোকন, ইউপি সদস্য মাহাবুবুর রহমানসহ এলাকার লেকজন উপস্থিত ছিলেন। এলাকার লোকজন অভিযোগ করেন, 'সুইট চেয়ারম্যান বাহিনীর দীর্ঘদিনের নির্যাতন, অপমান ও ক্ষোভে বিক্ষুব্ধ এলাকাবাসী ছাত্র-জনতার অভু্যত্থানের পর তাদের গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছে। এতে ক্ষিপ্ত হয়ে ইউপি চেয়ারম্যান সুইট ও তার ভাই সুজা বাহিনী নিয়ে মোটরসাইকেল শোডাউন করে এলাকার লোকজনকে শাসিয়ে বেড়াচ্ছে। অতি সম্প্রতি উপজেলার ভরতখালী বাজারে প্রতিপক্ষের লোকজনের দোকানপাট, ব্যবসা কেন্দ্রে হামলা চালানোরও অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। এ সময় বাধা দিলে চেয়ারম্যান বাহিনীর মারপিটে ভরতখালী এলাকায় ৩ জন আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত হয়ে মন্টু মিয়া (৫৫) নামের একজন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।