কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার এগারোটি ইউনিয়নের এলজিডির মাধ্যমে পলস্নী কর্মসংস্থান সড়ক রক্ষনাবেক্ষন কর্মসূচি-৩'র ১১০ জন নারী শ্রমিককে চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বুধবার বিকালে এসব বিতরণ করেন কর্মসূচির কমিনিউটি অর্গানাইজার মোছা. নূরুন্নাহার ও বাজিতপুর উপজেলা প্রকৌশলী বনি আমিন।
জানা যায়, বাজিতপুরের গ্রামীণ অবকাঠামোগত মহিলা কর্মীদের চার বছর মেয়াদী বিভিন্ন রাস্তার মেরামতের চুক্তি শেষ হয়েছে। এরই ধারাবাহিকতায় তাদের সঞ্চয়ের জমা করা অর্থ বাবদ চেক ও সনদপত্র বিতরণ করা হয়।