শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর ভস্মীভূত

পিরোজপুরের নেছারাবাদে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর পুড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়ে নেছারাবাদ স্বাস্থ্য কমপেস্নক্সে চিকিৎসাধীন রয়েছে।

শনিবার বেলা ১১টার দিকে স্বরূপকাঠী পৌরসভার ১নং ওয়ার্ডের কোট বিল্ডিং রোডে শাহিন সরোয়ারের মালিকানাধীন বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় ওই দুর্ঘটনা ঘটে। ভুক্তভোগী বিপস্নব হালদার জানান, নতুন গ্যাস সিলিন্ডার বাসায় নিয়ে লাগানোর পরে চেক করতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন জ্বলতে দেখে স্থানীয়দের ডাক চিৎকারে এলাকাবাসীরা এসে আগুন নিভানোর চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। প্রায় দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস।

নেছারাবাদ ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা যুগল বিশ্বাস জানান, 'আমরা খবর পেয়ে দ্রম্নত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ এনেছি। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে