নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ২নং দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামে চলাচলের প্রায় ০২ কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার করা হয়েছে। সোমবার বিজিবি, ছাত্রসমাজ এবং এলাকাবাসীর যৌথ উদ্যোগে এ রাস্তা সংস্কার করা হয়। বর্তমানে বর্ষা মৌসুমে সম্প্রতি ভারী বৃষ্টি বর্ষণের ফলে রাস্তার অনেক জায়গায় ভেঙে গিয়েছে যার কারণে এলাকাবাসী ঝুঁকি নিয়ে সর্বদায় সতর্কতার সঙ্গে যাতায়াত করতে হতো এবং যানবাহন চলাচলেও অনেক ঝুঁকির সম্মুখীন হতে হতো। এ অবস্থায় সোমবার নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ভরতপুর বিওপি'র বিজিবি সদস্য এবং স্থানীয় ছাত্রসমাজের সহযোগিতা ও ইউপি সদস্য মো. জহিরুল হকসহ স্থানীয় এলাকাবাসীর যৌথ উদ্যোগে কালিকাপুর বাজার হতে ভরতপুর গ্রামের রাস্তা মেরামত করে জনসাধারণের চলাচলের উপযোগী করা হয়।
এ রাস্তা মেরামতের কারণে বর্তমানে ভরতপুর গ্রামের জনসাধারণের মধ্যে স্বস্তিসহ জরুরি প্রয়োজনীয় সেবায় নির্বিঘ্নে যানবাহন চলাচলে এলাকাবাসী খুশি হয়েছে।
স্থানীয় ছাত্রসমাজের পক্ষ থেকে মো. মাহবুব আলম বলেন, দেশ ও মানব কল্যাণে সীমান্ত রক্ষার পশাপাশি সড়ক মেরামত কাজে বিজিবি সহযোগিতা করায় সর্ব মহলে ভরতপুর বিওপির বিজিবি সদস্যরা সত্যিই প্রশংসিত।