গোপালগঞ্জে বালু বোঝাই বাল্কহেডের ধাক্কায় ইঞ্জিনচালিত নৌকা ডুবিতে শফিকুর রহমান লালন নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার জয়নগর নামক স্থানে মধুমতি নদীতে এই দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ শফিকুর নড়াইল জেলার নড়াগাতি থানার রামপুরা গ্রামের শহর আলী মোল্যার ছেলে।
জানা গেছে, ২৫ জন যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত খেয়া নৌকা করে সদর উপজেলার চর কেকানিয়া খেয়াঘাট থেকে নড়াইল জেলার নড়াগাতি থানার জয়নগর গ্রামে পারাপার হচ্ছিল। ট্রলারটি মাঝনদীতে পৌঁছালে নদীতে প্রচন্ড স্রোত থাকায় অপরদিক থেকে আসা বালু বোঝাই একটি বাল্কহেডের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে যায়। ট্রলার চালকসহ যাত্রীরা পাড়ে উঠতে সক্ষম হলেও শফিকুর রহমান লালন নিখোঁজ হয়। বুধবার সকালে খুলনার ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ রির্পোট লেখা পর্যন্ত নিখোঁজ ব্যক্তির সন্ধ্যান পাওয়া যায়নি।