উন্নয়নের ছোঁয়া লেগেছে ধুনট উপজেলা কমপেস্নক্সসহ পরিষদ ভবনে
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ধুনট (বগুড়া) প্রতিনিধি
বগুড়ার ধুনটে জরাজীর্ণ উপজেলা পরিষদ কমপেস্নক্সসহ ইউনিয়ন পরিষদের ভবনগুলোর যেন দৃষ্টি ফিরেছে। ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা উন্নয়ন সহায়তা প্রকল্পের আওতায় সরকারি ভবনগুলো মেরামত করে দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে।
জানা গেছে, ধুনট উপজেলা পরিষদের নতুন কমপেস্নক্স ভবন নির্মাণের জন্য পুরাতন কমপেস্নক্স ভবনটি নিলামের মাধ্যমে অপসারণ করা হয়। উক্ত ভবনে উপজেলা প্রকৌশলীর কার্যালয়, উপজেলা সমাজ সেবা, মহিলা বিষয়ক, সমবায়, পরিসংখ্যান, হিসাব রক্ষণ কার্যালয়ের অফিস ছিল। পরবর্তীতে উক্ত অফিস সমূহ উপজেলা ক্যাম্পসের ভিতর দুটি জরাজীর্ণ ও বসবাস অনুপযুক্ত ভবনে স্থানান্তর করা হয়। ওই ভবনগুলো সেবা উপযোগী করার লক্ষ্যে বিশেষভাবে বরাদ্দের জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে যোগাযোগ করা হয়। বরাদ্দ সাপেক্ষে জরাজীর্ণ ও বসবাস অনুপযুক্ত ভবনগুলো মেরামত করে পরিষদের অফিসগুলো সঠিকভাবে তাদের কার্যক্রম চলমান রাখতে পারছে।
৩৫ লক্ষ টাকা বরাদ্দের সাপেক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তার ভবন মেরামত, পরিষদের অভ্যন্তরীণ ২০০ মিটার সড়ক নির্মাণ, উপজেলা ক্যাম্পাসের ভিতরে বসার জায়গা ও শেডসহ ঘাট নির্মাণ, উপজেলা ইছামতী ভবনসংলগ্ন বিভিন্ন কার্যালয় মেরামত, মোটর সাইকেল শেড নির্মাণ, সমাজ সেবা ও মহিলা বিষয়ক অফিসারের দপ্তরে আগত মহিলাদের জন্য আলাদা টয়লেট নির্মাণ, উপজেলা প্রকৌশলীর কার্যালয় মেরামত, উপজেলা পরিষদের জরাজীর্ণ ও বসবাস অনুপযুক্ত করতোয়া ভবন মেরামত, উপজেলা দ্বিতীয় ক্যাম্পাসের গেট নির্মাণ ও শহীদ মিনার চত্বরে গেট নির্মাণ, অফিসার্স ক্লাব, পরিষদের বিভিন্ন প্রোগ্রামে রান্নার জন্য রান্নাঘর নির্মাণসহ বিভিন্ন উন্নয়ন কাজ করা হয়েছে।
তাছাড়া ধুনট উপজেলা পরিষদের মাধ্যমে সর্বমোট আটটি ইউনিয়ন পরিষদের মধ্যে ধুনট সদর, মথুরাপুর, গোসাইবাড়ি, ভান্ডারবাড়ি, চৌকিবাড়ি, চিকাশী, এলাঙ্গী ও গোপালনগর ইউনিয়ন পরিষদ ভবন মেরামত সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশল কর্মকর্তা মনিরুল সাজ রিজন বলেন, কিছু কিছু ইউনিয়ন পরিষদের অবস্থা এতটাই খারাপ ছিল যে, সেখানে এস্টিমেটর নির্ধারিত সংখ্যার চেয়েও অধিক সংখ্যক দরজা-জানালা সংস্কার করতে হয়েছে। অধিকাংশ ইউনিয়ন পরিষদের ছাদ দিয়ে পানি পড়ত, শেওলা ও ময়লা জমে রেইন ওয়াটার পাইপ নষ্ট হয়ে গিয়েছিল। সবগুলো বাথরুম ছিল অকেজ এবং ব্যবহার অনুপযোগী।
এ বিষয়ে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, 'ধুনট উপজেলাকে একটি দুর্নীতিমুক্ত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই। তাই এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন।'