শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

৪৬ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, ছেলে হত্যার বিচার দাবি বাবার

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
৪৬ দিনেও গ্রেপ্তার হয়নি আসামি, ছেলে হত্যার বিচার দাবি বাবার

কুড়িগ্রামের চিলমারীতে জোবায়ের হোসেন আমিন হত্যাকান্ডের ৪৬ দিন পেরিয়ে গেলেও এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার না হওয়ায় সম্মেলন করে বিচার চেয়েছেন বাবা। বুধবার প্রেস ক্লাব চিলমারীর অস্থায়ী কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করে ছেলে হত্যার বিচার চান তিনি। নিহত জোবায়ের হোসেন আমিন (১৯) উপজেলার মন্ডল পাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, 'গত ১৯ জুলাই রাতে আমার ছেলে জোবায়ের হোসেন আমিনকে হত্যা করে লাশ চিলমারী নৌবন্দরের রমনা ঘাটের বিআইডবিস্নউটিএ পল্টুনের নিচে ফেলে দেওয়া হয়। পরদিন পুলিশ তার মহদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্ত শেষে আমার কাছে হস্তান্তর করে।

এরপর ২১ জুলাই চিলমারী মডেল থানায় ফজলুল হকের ছেলে সাইনান স্বচ্ছ (২১) ও আব্দুর রাজ্জাকের ছেলে ইউসুফ আহম্মেদ জায়েদসহ (২১) আরও ৬-৭ অজ্ঞাতনামাকে আসামি করে মামলা দায়ের করি। এখন পর্যন্ত তাদেরকে গ্রেপ্তার করছেন না। আমি অতি দ্রম্নত আসামিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানাচ্ছি।'

এ ব্যাপারে চিলমারী নদীবন্দর থানার ওসি নাজমুল হোসেন জানান, 'অতি শিগগিরই তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে