গাংনীতে জমা পড়েছে লাইসেন্সকৃত ৩৬টি আগ্নেয়াস্ত্র
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে লাইসেন্সকৃত ৩৬টি আগ্নেয়াস্ত্রের মধ্যে মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত জমা পড়েছে সবকটি আগ্নেয়াস্ত্র। অস্ত্রধারীদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি নেতা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
গাংনী থানা পুলিশ সূত্রে জানা গেছে, সরকারি আদেশে আগ্নেয়াস্ত্র ও লাইসেন্স জমা দেওয়ার নির্দেশনা ছিল মঙ্গলবার মধ্য রাত পর্যন্ত। সে অনুযায়ী সংশ্লিষ্ট লাইসেন্সধারীরা এসব আগ্নেয়াস্ত্র জমা দেন। আওয়ামী লীগের স্থানীয় নেতারা ছাড়াও বিএনপি নেতা, সামরিক বাহিনীর সদস্য, আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক এবং আমলারা রয়েছেন।
আরও জানা গেছে, আগ্নেয়াস্ত্র, গুলি ও লাইসেন্স যাদের নামে ইসু্য করা ছিল তাদের স্ব-স্ব নামে সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে তা থানার অস্ত্রাগারে জমা রাখা হয়েছে। লাইসেন্স প্রদানকারী কর্তৃপক্ষ মেহেরপুর জেলা প্রশাসক সরকারের সংশ্লিষ্ট দপ্তরে এ সংক্রান্ত প্রতিবেদন প্রেরণ করা হয়েছে।