শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ

ভালুকা ( ময়মনসিংহ) প্রতিনিধি
  ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
ভালুকায় চাকরির দাবিতে মহাসড়ক অবরোধ

ময়মনসিংহের ভালুকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন চাকরিপ্রত্যাশী বেকাররা। প্রায় দুই ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল।

বুধবার উপজেলার জামিরদিয়া কালার মাস্টার এলাকায় মহসড়কে চাকরিপ্রত্যাশী হাজার হাজার বেকার বিভিন্ন সেস্নাগান নিয়ে এই বিক্ষোভে অংশ নিয়ে মহাসড়ক অবরোধ করে। এ সময় একাধিক কারখানার গেইটে হামলা ও ভাঙচুর করেন চাকরিপ্রত্যাশীরা। পরে খবর পেয়ে শিল্প পুলিশ, মডেল থানা পুলিশ, হাইওয়ে ফাঁড়ি পুলিশ ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে দেয়।

ময়মনসিংহ ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৫ এর এসপি মিজানুর রহমান জানান, চাকরি প্রার্থীরা সড়ক অবরোধের চেষ্টা করেন। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে