সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট, নিরপরাধ ব্যক্তিদের নামে মামলা দায়েরের প্রতিবাদে ময়মনসিংহের গৌরীপুরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে গৌরীপুর প্রেস ক্লাব মিলনায়তনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এ সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে ছাত্র নেতৃবৃন্দ বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সম্প্রতি আদালতে করা বিভিন্ন মামলায় প্রকৃত দোষিদের বাদ দিয়ে নিরপরাধ ব্যক্তিদের আসামি করা এবং বৈষম্যবিরোধী আন্দোলনে গৌরীপুরে নিহত ৩ জন ও আহতদের নাম প্রকাশসহ অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন
প্রসঙ্গ তুলে ধরেন।
লিখিত বক্তব্যে সমন্বয়করা বলেন- গত ৫ আগস্ট গণঅভু্যত্থানের পর গৌরীপুরে অতিউৎসাহী কিছু লোক কলতাপাড়ার ঘটনাকে কেন্দ্র করে মামলা করছেন। এসব মামলায় প্রকৃত অপরাধীদের আড়াল করে নিরপরাধ কিছু মানুষকে ব্যক্তিগত শত্রম্নতায় আসামি করা হচ্ছে। আর এর অন্তরালে চলছে চাঁদাবাজি। নিরপরাধ মানুষকে হয়রানি করা যা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আদর্শের সঙ্গে সামঞ্জস্য নয়। তাছাড়া যারা এসব মামলা করেছেন, তারা ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত নয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন সমন্বয়ক মেহেদী হাসান, নাইম আহমেদ দিহান, শামসুজ্জামান দুর্জয়, নূর মোহাম্মদ সিদ্দীকী, রিদওনুল, অর্পিতা কবির এ্যানি, শিমুল মিয়া, মোজাম্মেল হক, রকিবুল ইসলাম, ছোটন মিয়া, রাজিব প্রমুখ।