হত্যা ও সাপের কামড়ে চার জেলায় আরও ৪ মৃতু্য
পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুই ব্যক্তি ফটিকছড়িতে সংঘর্ষে দুই ভাই নিহত
প্রকাশ | ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
পাবনায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে দুইজন নিহত হয়েছে। এদিকে, চট্টগ্রামের ফটিকছড়িতে পারিবারিক কলহের জের ধরে সংঘর্ষে দুই ভাই নিহত হয়। এ ছাড়া গাজীপুরের কালিয়াকৈরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে নারীর মৃতু্য, নাটোরের গুরুদাসপুরে সাপের কামড়ে একজনের এবং নোয়াখালীর সুবর্ণচরে পানিতে ডুবে শিশুর মৃতু্য হয়েছে। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-
পাবনা প্রতিনিধি জানান, পাবনা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিলন হোসেন মধু (৪৫) ও মঞ্জু প্রামাণিক (৪৪) নামের দুইজন নিহত হয়েছেন। বুধবার সকালে শহরের বাস টার্মিনালের হালিম হোটেলের সামনে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মিলন হোসেন মধু পাবনা শহরের পূর্ব শালগাড়িয়ার মুজাহিদ ক্লাবের বাংলা বিড়ির গলির আরমান শেখের ছেলে এবং পূর্ব রাঘবপুর এলাকার নুর আলীর ছেলে। মধু পরিবহণের চাঁদা তুলতেন আর মঞ্জু অটোরিকশা চালক।
নিহতদের স্বজন ও হোটেল কর্মচারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সকালে হোটেলে নাস্তা করতে গিয়েছিলেন। হোটেলের সামনে গেলে কয়েকজন দুর্বৃত্ত তাদের ছুরিকাঘাত করে। এ সময় আশপাশের লোকজন তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, দুটি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঠিক কি কারণে এ ঘটনা ঘটছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ফটিকছড়ি (চট্টগ্রামে) প্রতিনিধি জানান, ফটিকছড়িতে পারিবারিক এবং সামাজিক শত্রম্নতার জেরে দুই পক্ষের সংঘর্ষে জাহাঙ্গীর ও আলমগীর নামে দুই ভাই নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার দক্ষিণ ফটিকছড়ি জাফতনগর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তেলপারই ছমদ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতরা ওই এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।
স্থানীয় চেয়ারম্যান ও অন্যান্য সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে চার ভাই করিম, রাসেল জাহাঙ্গীর ও আলমগীর একসঙ্গে বিদেশ থেকে আসেন। মঙ্গলবার করিম স্ত্রী ও মেয়েকে মারধর করেন। স্থানীয় কয়েকজন এসে বাঁধা দিলে তাদেরও মারধর করা হয়। পরবর্তী এলাকাবাসীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন তারা। এতে জাহাঙ্গীর ও আলমগীর নিহত হন। আহত হন সাহাবুদ্দিন, বাচ্চু, বোরহানসহ ছয়জন।
জাপতনগর ইউপি চেয়ারম্যান জিয়া উদ্দিন জিয়া বলেন- সম্পূর্ণ পারিবারিক বিষয়টি এত বড় ঘটনায় রূপ নিল, যা অনাকাঙ্ক্ষিত।
ঘটনায় অভিযুক্ত করিমের মেয়ে নাজিফা নাসরিন বলেন- 'আমার বাবা প্রবাসে থাকতেন। তখন ওখান থেকে বলা হচ্ছে যে আমার মা খারাপ কাজ করছে। গতকাল (সোমবার) আমার চাচারা আসেন। আমি আর মা আজ (মঙ্গলবার) দুপুরে খেয়ে শুয়েছিলাম। এমন সময় আমার বাবা-চাচারা মিলে মাকে মারার চেষ্টা করেন। আমাকেও আঘাত করেন তারা। আমি পালিয়ে এসে সমাজের সবাইকে জানাই। এরপর সমাজের লোকজন আসলে তাদের উপরেও আমার বাপ-চাচারা হামলা করে। এসময় দুই পক্ষের মারামারি লাগলে আমার চাচা আলমগীর আর জাহাঙ্গীর মারা যান।
ফটিকছড়ি থানার তদন্ত অফিসার আবু জাফর বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে।
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে উত্তরহিজলতলী এলাকায় গত মঙ্গলবার গভীররাতে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার পর অটোরিকশা চালক ঘাতক স্বামী সুজন আহম্মেদ পালিয়ে গেছেন। বুধবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নারী উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের উত্তরবাগবের এলাকার আজমত আলীর মেয়ে মলিস্নকা আক্তার (২৬)।
জানা গেছে, গত ৭-৮ বছর আগে শেরপুরের সদর উপজেলার শেখহাটি এলাকার শাজাহান মিয়ার ছেলে সুজন আহম্মেদের সঙ্গে পারিবারিকভাবে মলিস্নকার বিয়ে হয়। বিভিন্ন সময় পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে ঝগড়াবিবাদ হতো। শুধু তাই নয়, বাবার বাড়ি থেকে টাকা-পয়সা না এনে দিলে স্ত্রী মলিস্নকাকে মারধর করতেন তার স্বামী সুজন। গত মঙ্গলবার রাতেও স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরে স্বামী সুজন বুধবার ভোরে ধারালো অস্ত্র দিয়ে স্ত্রী মলিস্নকাকে হত্যা করেন। পরে অটোরিকশা নিয়ে পালিয়ে যান। যাওয়ার সময় তিনি পাশের এক নারীকে বলে যান, 'ওরে শেষ করে গেলাম, পারলে ওরে বাঁচাও।'
পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মলিস্নকাকে মৃত ঘোষণা করেন। কালিয়াকৈর থানার ওসি এ এফএম নাসিম জানান, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জের আড়াইহাজারে কালাপাহাড়িয়া ইউনিয়নের পূর্বকান্দি সাহেব বাজার এলাকায় পিত্রালয় থেকে বোনের বাড়ি বেড়াতে যাওয়ার সময় বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা ফসকে পানিতে পড়ে সাদ্দাম বেগম (৩০) নামে এক নারীর মৃতু্য হয়েছে। ঘটনাটি ঘটেছে বুধবার বেলা ১১টায়।
এলাকাবাসী জানায়, পূর্বকান্দি এলাকার জরু মিয়ার মেয়ে দুই সন্তানের জননী সাদ্দাম বেগম তার শ্বশুরবাড়ি গোপালদী থেকে তার পিত্রালয়ে বেড়াতে আসেন। সেখান থেকে ঘটনার সময় বোনের বাড়ি বিবিরকান্দি গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় সাহেববাজার এলাকায় খালের ওপর বাঁশের সাঁকো পার হতে গিয়ে তিনি পা পিছলে পানিতে পড়ে যান। সাঁতার না জানায় তার মৃতু্য হয়।
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে সাপের কামড়ে আব্দুল মান্নান (৫২) নামের এক ব্যক্তির মৃতু্য হয়েছে। বুধবার সকালে উপজেলার পৌর সদরের উত্তর নারীবাড়ি গ্রামে ঘটে এ ঘটনা। মান্নান ওই গ্রামের মৃত নরশের মোলস্নার ছেলে।
স্থানীয়রা জানান, সকাল ৭টায় মান্নান ঘরে চালের ড্রামের কাছে গেলে বিষধর সাপ তাকে কামড়ে দেয়। গুরুদাসপুর স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি জানান, সুবর্ণচরের পানিতে ডুবে তাইফা (২) নামের এক শিশুর মৃতু্য হয়েছে। বুধবার দুপুরে পূর্বচরবাটা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দক্ষিণ চরমজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার পূর্বচরবাটা ইউপির দক্ষিণ চরমজিদ এলাকার শাহাব উদ্দিনের মেয়ে।
জানা যায়, সকাল সাড়ে ১০টায় পরিবারের লোকজন পুকুরে থালাবাসন ধোয়ার জন্য গেলে শিশুটি তাদের পেছনে যায়। সে সবার অগোচরে পানিতে পড়ে যায়। দীর্ঘক্ষণ না দেখে আশেপাশে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে জাল টেনে তাকে উদ্ধার করা হয়। এরপর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।