শনিবার, ১৬ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১

সংবাদ সংক্ষেপ

প্রতিনিধি
  ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০
সংবাদ সংক্ষেপ

অফিস উদ্বোধন

ম চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের চিতলমারীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা শাখার অফিস উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকাল ৪ টায় চিতলমারী উপজেলা মোড়ে অফিস উদ্বোধন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াতে ইসলামী চিতলমারী উপজেলা শাখার আমির মাওলানা গাজী মুনিরুজ্জামানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর ও কেন্দ্রীয় শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান খান। এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা শাখার আমীর মাওলানা রেজাউল করিম, সেক্রেটারী জেনারেল এ্যাড. শেখ ইউনুছ আলী, খুলনার বিশিষ্ট ব্যবসায়ী খান মো. মনিরুজ্জামান।

সভা অনুষ্ঠিত

ম মান্দা (নওগাঁ) প্রতিনিধি

দেশনায়ক তারেক রহমানের নির্দেশক্রমে বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় ও সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলার গণেশপুর ইউনিয়নের সতীহাটে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মান্দা উপজেলা বিএনপি'র আহবায়ক মো. শফিকুল ইসলাম চৌধুরী (বাবুল)। এসময় মান্দা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল হক বাদলের সঞ্চালনায় বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহবায়ক এ.কে.এম নাজমুল হক নাজু,যুগ্ম-আহবায়ক তোফাজ্জল হোসেন টুকু,সাবেক সাংগঠনিক সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেলাল হোসেন খান।

হুইলচেয়ার বিতরণ

ম রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

দৈনিক সকালের সময় পত্রিকায় সংবাদ প্রকাশের পর হুইল চেয়ার পেলেন চলাফেরায় ক্ষমতা হারানো সেই বাবুল আক্তার (৫৭)। সোমবার বিকালে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ধানগড়া এলাকার পণ্যগৃহ ডট শো রুমে সরকারি বেগম নুরুণনাহার তর্কবাগীশ অনার্স কলেজের প্রভাষক এম আব্দুলস্নাহ সরকার ও গণমাধ্যম কর্মী সাইদুল ইসলাম আবির হুইল চেয়ারটি বৃদ্ধ বাবুল আক্তারের হাতে তুলে দেন। লিপি ফাউন্ডেশনের স্বত্বাধিকারী লিপি সুলতানা বলেন, 'মানুষকে সাহায্য করতে পারলে আমি আত্মতৃপ্তি পাই।

প্রশিক্ষণ আনুষ্ঠিত

ম ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিনা উদ্ভাবিত উচ্চফলনশীল জাতসমূহের পরিচিতি এবং আমন ধানের বীজ ও সংরক্ষণ কৌশল শীর্ষ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছ। মঙ্গলবার দিনব্যিপী উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় বিনা উপকেন্দ্র ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুন নাহার এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন মহাপরিচালক বিনা, ড. মো. আবুল কালাম আজাদ। বিষেশ অতিথি ছিলেন পরিচালক গবেষণা বিনা ড. মো. ইকরাম উল হক, পরিচালক প্রশাসন বিনা সাপোর্ট সেন্টার ড. মো. মঞ্জুরুল আলম মন্ডল।

সমাবেশ অনুষ্ঠিত

ম কাপ্তাই ( রাঙামাটি) প্রতিনিধি

গণযোগাযোগ অধিদপ্তরের বার্ষিক কর্ম সম্পাদন চুক্তির আওতায় রাঙামাটির কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার সকালে বিলাইছড়ি উপজেলার সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মো. দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে ও তথ্য অফিসের অফিস সহকারী শফিউল আজিম এর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিলাইছড়ি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান এবং কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।

দোয়া অনুষ্ঠিত

ম নকলা (শেরপুর) প্রতিনিধি

শেরপুরের নকলায় বিএনপ্থির দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার জালালপুর ওয়ার্ড বিএনপির আয়োজনে জালালপুর এলাকায় পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি ও জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব খোরশেদুর রহমান, উপজেলা বিএনপির সদস্য সচিব বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মাহমুদুল হক দুলালসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধরা।

সভা অনুষ্ঠিত

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় পৌর বিএনপির উদ্যোগে ৯টি ওয়ার্ডের সমন্বয়ে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম. আকবর আলী। পৌর বিএনপির সদস্য সচিব মকুল হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, সাবেক পৌর মেয়র, বেলাল হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, আজিজুর রহমান মানু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শফিউল মোমেন শফি।

শ্রেষ্ঠ শিক্ষক

ম দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২-২৩ এর পর ২০২৪ সালেও জেলা পর্যায়ে প্রতিযোগিতায় মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর পৌর এলাকার বাগিচাপাড়ার বাসিন্দা আমিনুল ইসলাম বাবুল। তিনি বর্তমানে লেংগুরা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক হিসেবে চাকরি করছেন। মঙ্গলবার দুপুরে জেলা শিক্ষা অফিস হলরুমে জেলা শিক্ষা অফিসের আয়োজনে জেলা পর্যায়ে মাদ্রাসা ক্যাটাগরিতে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক আমিনুল ইসলাম বাবুলের হাতে সনদপত্র ও সম্মাননা স্মারক তুলে দেন জেলা শিক্ষা অফিসার মো. জুবায়ের ছাঈদ। এ সময় ছিলেন সহকারী শিক্ষা অফিসার মো. কামরুজ্জামানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।

স্কুল ব্যাগ বিতরণ

ম মোরেলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জে এনায়েতিয়া দাখিল মাদ্রাসায় সাবেক সভাপতি মিজানুর রহমানের নিজ অর্থায়নে মা সমাবেশ ও শতাধিক শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। সোমবার মাদ্রাসার মিলনায়তনে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সেলিমগড় চিংড়াখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আব্দুল ছালাম খান। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক মাদ্রাসার সাবেক সভাপতি মো. মিজানুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার মাওলানা আব্দুল আউয়াল। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক ওমর ফারুক প্রমুখ।

প্রীতি ফুটবল খেলা

ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ করতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে গৌরীপুর ঐতিহ্যবাহী স্টেডিয়ামে নেত্রকোনা জেলা একাদশ বনাম ময়মনসিংহের গৌরীপুর উপজেলা একাদশের মধ্যে অনুষ্ঠিত ফুটবল খেলা সহস্রাধিক দর্শক উপভোগ করেন। খেলায় নেত্রকোনা জেলা একাদশ ২-০ গোলে বিজয়ী হয়। গৌরীপুর উপজেলা নির্বাহী অফিসার মো. শাকিল আহমেদের সভাপতিত্বে ও গৌরীপুর প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বিপস্নবের ধারাভাষ্যে ফুটবল ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেন সাবেক ক্রীড়াবিদ নজরুল ইসলাম, মন্‌জুর আহমেদ বাহার, ফখরুল ইসলাম ও মোস্তফা মনা।

টিন বিতরণ

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর জোন (সুদক্ষ দশ) এর সার্বিক তত্ত্বাবধানে 'সম্প্রীতি ও উন্নয়ন' প্রকল্পের আওতায় জোনের দায়িত্বপূর্ণ এলাকার ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণের জন্য টিন বিতরণ করা হয়েছে। বুড়িঘাট এলাকার মো. রফিক উদ্দিন এবং ইসলামপুর এলাকার পনাজমা বেগমের ঘর সাম্প্রতিক সময়ে ভূমিধসের কারণে ক্ষতিগ্রস্ত বসতঘর পুনর্নির্মাণের জন্য টিন প্রদান করেন বিএ-৭৫৯৭ লে. কর্নেল তামজিদুর রহমান চৌধুরী, পিএসসি, জোন কমান্ডার, নানিয়ারচর জোন।

পৌরসভা পরিদর্শন

ম কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার কেন্দুয়া পৌর শহরের বিভিন্ন অলিগলি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার। সোমবার সন্ধ্যার পর উপজেলা প্রশাসনের উদ্যোগে পৌর ও উপজেলা কর্মচারীদের নিয়ে এ পরিদর্শন করেন তিনি। পৌর শহরের যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলে শহরের পরিবেশ ও সৌন্দর্য নষ্ট করা হচ্ছে প্রতিনিয়ত। যাকে এক কথায় বলা যায় আত্মঘাতী কর্মকান্ড। বিভিন্ন অলিগলি ঘুরে আরও দেখা গেছে, অকেজো ও অপর্যাপ্ত সৌর ল্যাম্পপোস্ট। ফলে লোডশেডিং হলেই ভুতুরে শহরে পরিণত হয় এই শহর।

আর্থিক সহায়তা

ম বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত রিপন মিয়ার পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহীদ রিপনের বকশীগঞ্জ পৌর শহরের সীমারপাড় এলাকার নিজ বাড়িতে তার পরিবারকে নগদ আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি হাফিজুর রহমান উজ্জল। তার সঙ্গে ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম বাদশা, সাবেক সহ-সভাপতি রাকিবুল হাসান বাবুল, সাবেক শ্রমিকদল নেতা ময়নাল হোসেন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. শহিদুলস্নাহ।

আলোচনা সভা

ম মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি

ফরিদপুরের মধুখালীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজনে সস্প্রতি ছাত্র জনতার আন্দোলনে নিহত নেতা কর্মীদের আত্বার মাগফিরাত কামনা ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধায় মধুখালী পৌরসভার ১,২,৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ফরিদ মোল্যার সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী মোল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি রাকিব হোসেন চৌধুরি ইরান, সাধারন সম্পাদক আবুল কাশেম আবুল, সাবেক সাধারন সম্পাদক মুন্সি আক্তার হোসেন, পৌর বিএনপির সভাপতি সাহাবুদ্দিন আহমেদ সতেজ, সাধারন সম্পাদক ফরিদুল ইসলাম।

খাদ্য বিতরণ

ম চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুরে জলাবদ্ধতার শিকার পানিবন্দি মানুষের মধ্যে খাদ্য সহায়তা বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার দুপুরে চাঁদপুর সদর উপজেলার চান্দ্রা ইউনিয়ন ও ফরিদগঞ্জ পৌরসভা, উপজেলার গুপ্টি ও দক্ষিণ ইউনিয়নে ৫ শতাধিক পরিবারের হাতে এসব খাদ্য সহায়তা তুলে দেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। এ সময় অন্যান্যের মধ্যে ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আব্দুর রহিম পাটওয়ারী, নায়েবে আমীর মাওলানা বিলস্নাল হোসাইন মিয়াজী, অ্যাড. মাসুদুল ইসলামী বুলবুল, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া।

সার বিতরণ

ম পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ডাল জাতীয় ফসল উৎপাদনে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে আড়াইশ' ক্ষুদ্র ও প্রান্তিক চাষির মধ্যে বিনামূল্যে মাষকলাইয়ের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ সময় ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রনজিত কুমার সিংহ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়, উপজেলা পলস্নী উন্নয়ন কর্মকর্তা, রাকিব হোসেন, প্রেস ক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুলসহ অন্যান্য কর্মকর্তারা।

খাবার বিতরণ

ম দেবিদ্বার (কুমিলস্না) প্রতিনিধি

বন্যাদুর্গত মানুষের মধ্যে রান্না করা খাবার বিতরণ করলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও গুলশান বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান। সোমবার বিকালে কুমিলস্নার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে বন্যাদুর্গত প্রায় এক হাজার অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে ওই খাদ্য পৌঁছে দেন তিনি। এ সময় ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি একে আজাদ, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য মো. মামুন সরকার, উপজেলা বিএনপি নেতা আব্দুর রহিম।

চাল বিতরণ

ম পরশুরাম (ফেনী) প্রতিনিধি

পরশুরাম পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত ৭ হাজার পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে চাল বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পরশুরাম উপজেলা নির্বাহী অফিসার আফরোজা হাবিব শাপলা। পরশুরাম পৌরসভার প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাহফুজুর রহমান চাল বিতরণ কার্যক্রম সার্বিকভাবে পরিচালনা করেন। এ সময় শিক্ষার্থী ছাড়াও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা ছিলেন।

\হত্রাণ বিতরণ

ম মনোহরগঞ্জ (কুমিলস্না) প্রতিনিধি

কুমিলস্নার মনোহরগঞ্জে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছেন সেনাবাহিনীর সদস্যরা। মঙ্গলবার উপজেলার উত্তরহাওলা ইউপির ইন্দ্রি ও হাতিমারা গ্রামে বন্যার্ত ১শ' ৯০ পরিবারের মধ্যে এ ত্রাণ বিতরণ করা হয়। এ সময় ছিলেন উপজেলা আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন সৈকত, মনোহরগঞ্জ উপজেলা ছাত্র সমন্বয়ক খালেদ মাহমুদ, শিক্ষক প্রতিনিধি ছালেহ আহমদ, মসজিদের ইমাম মমিন উলস্ন্যাহ প্রমুখ। উপজেলা আর্মি ক্যাম্পের তত্ত্ব্বাবধানে চলমান এাণ কমিটিতে ছাত্র সমন্বয়ক, শিক্ষক ও মসজিদের ইমামদের সমন্বয় করে ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

সংবর্ধনা প্রদান

ম বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের সাবেক জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক এমপি আলহাজ মো. মজিবুর রহমান মঞ্জুর আমেরিকান প্রবাসী তনয় বিএনপি নেতা মো. মোস্তাফিজুর রহমান মামুনকে সংবর্ধনা দিয়েছেন। গত সোমবার সকালে বিএনপির কার্যালয়ে হাজারো জনতা ফুল দিয়ে শুভেচ্ছা ও সংবর্ধনা দিয়েছেন। এ সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির নেতা মো. মোস্তাফিজুর রহমান মামুন বক্তব্য দিতে গিয়ে বলেন, গত ১৫ বছর ফ্যাসিবাদ সরকারের রোষানল থেকে আমি নিজেও রক্ষা পাইনি। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা রুজু করে আমাকে জেল পর্যন্ত নিয়েছে। এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা কাইছার মাহমুদ রিপনসহ অসংখ্যা নেতাকর্মী।

দোয়া মাহফিল

ম ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতীষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলা বিএনপি আয়োজিত পৌর শহরের দত্তপাড়া কালীবাড়ি রোডে আলোচনা সভায় বিএনপি নেতা আমান উলস্নাহ আমানের সভাপতিত্বে ও ময়মনসিংহ জেলা (উত্তর) যুবদলের সদস্য রাকিবুল আলম রতনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সাবেক সভাপতি বিএনপি নেতা আতিকুর রাজ্জাক ভূইয়া হিরা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি মোস্তাফিজুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, উপজেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব আশিকুর রাজ্জাক ভূইয়া উজ্জ্বল।

যাতায়াত খরচ প্রদান

ম তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

তাহিরপুরে হাওড় পাড়ের মেধাবী শিক্ষার্থীদের এক মাসের যাতায়াত খরচ দিল চিল্ড্রেনওয়াচ ফাউন্ডেশন, ঢাকা। সোমবার সকালে তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের ১০ কৃতী শিক্ষার্থীর হাতে এই টাকা তুলে দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাজাহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন- শিক্ষক সৌরভ আহমেদ, জুবায়ের আহমেদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সামায়ুন কবির ও সাংবাদিক বাবরুল হাসান বাবলু।

শান্তি সমাবেশ

ম উলস্নাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উলস্নাপাড়ায় ইউনিয়ন বিএনপির উদ্যেগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকালে উপজেলার সলপ ইউনিয়ন বিএনপির অফিস উদ্বোধন ও শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে সলপ ইউনিয়ন বিএনপির কার্যালয় উদ্বোধন করা হয়। শান্তি সমাবেশে সলপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু শাহিন রেজার সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক এমপি এম. আকবর আলী। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হেলান সরকার, সাবেক পৌর মেয়র বেলাল হোসেন ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মানু।

টিসিবির মাল বিতরণ

ম নানিয়ারচর (রাঙামাটি) প্রতিনিধি

নানিয়ারচর বুড়িঘাটে টিসিবির মাল বিক্রি শুরু হয়েছে। সোমবার সকালে উপজেলার বুড়িঘাটে টিসিবির মাল বিক্রির শুভ উদ্বোধন করেন- ইউনিয়ন চেয়ারম্যান প্রমোদ খীসা, খাদ্যবান্ধব কর্মসূচি এবং টিসিবির কার্ডপ্রাপ্তরা ক্রয় করতে পারছেন। এই কর্মসূচিতেই ট্যাগ অফিসার দ্বারা নিয়ন্ত্রণ ও তদারকি করা হচ্ছে, লাইনে দাঁড়িয়ে টিসিবির কার্ডধারীদের মালামাল সংগ্রহ করতে দেখা গেছে। এ সময় উপস্থিত ছিলেন- প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা, ওয়ার্ড মেম্বার মো. মোস্তফা খান, মো. মিজানুর রহমান, গ্রাম পুলিশ আবু হানিফ।

প্রতিবাদ সমাবেশ

ম সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

ইস্ট ওয়েস্ট মিডিয়াসহ বিভিন্ন গণমাধ্যমে দুর্বৃত্তের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে কর্মরত সংবাদকর্মীদের আয়োজনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার নতুন বাবুপাড়া সিটি সেন্টারে এক ওই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।

সৈয়দপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাকির হোসেন বাদলের সভাপতিত্বে তোফাজ্জল হোসেন লুতুর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন সাংবাদিক এম আর আলম ঝন্টু, প্রেস ক্লাবের সম্পাদক জিকরুল হক, সাংবাদিক শওকত হায়াত শাহ্‌, আমিরুল বাপ্পী, মকসুদ আলম, জসিম উদ্দিন, নারী উদ্যোক্তা আহমেদা ইয়াসমিন ইলা, মেহেরুন্নেসা, শেখ রোবায়েতুর রহমান রোবায়েত, ওবায়দুল ইসলাম মিয়া, বসুন্ধরা শুভ সংঘ সৈয়দপুর শাখার সাধারণ সম্পাদক শফিকুল আলম প্রমুখ।

বক্তারা বলেন, 'সংবাদপত্র হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। সংবাদপত্রকে সমাজের দর্পন এবং সংবাদকর্মীকে জাতির বিবেক হিসেবে আধ্যায়িত করা হয়। অথচ রাজনৈতিক পট-পরিবর্তনের পরেই মিডিয়া হাউজগুলোতে হামলা ও ভাঙচুর করা হয়েছে। এই হামলা স্বাধীন সাংবাদিকতার জন্য বড় ধরনের হুমকি-স্বরূপ।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে