যৌতুক হিসেবে জমি লিখে না দেওয়ায় স্ত্রীকে মারধর

প্রকাশ | ০৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:০০

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
যৌতুক হিসেবে জমি লিখে না দেওয়ায় স্ত্রী ও তিন মেয়েকে বেধড়ক মারধরের অভিযোগ ওঠেছে স্থানীয় ফজলুল হকের (৬৬) বিরুদ্ধে। গত মাসে শেষের দিকে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্টেশন রোড পুরাতন রাইচ মিল এলাকায় এ নারী নির্যাতনের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামী ও ছেলে মাহফুজুল হকের (৩৫) বিরুদ্ধে গৌরীপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী নারী অবসরপ্রাপ্ত পরিবার পরিকল্পনা দপ্তরের কর্মী সেলিনা আক্তার মঞ্জু (৬৮)। মামলার এজাহার সূত্রে জানা গেছে, সেলিনা আক্তার মঞ্জু চাকরিরত সময়ে উলেস্নখিত এলাকায় সাড়ে ৬ শতক জমি সাফ কাওলা দলিলমূলে ক্রয় করে তাতে বাড়িঘর তৈরি করে বসবাস করে আসছেন। উক্ত জমি যৌতুক হিসেবে লিখে দেওয়ার জন্য তার স্বামী দীর্ঘদিন ধরে দাবি করে আসছিলেন। জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে তার স্বামীর সঙ্গে এ নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এ সময় স্বামী ফজলুল হক ও ছেলে মাহফুজুল হক লাঠি দিয়ে বেধড়ক পিটিয়ে তাদের গুরুতর আহত করেন। এ বিষয়ে জানতে চাইলে ফজলুল হক জানান, যৌতুক হিসেবে সম্পত্তি লিখে দেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।